প্রায় আট দশক যাবৎ চলমান রয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাত। বিভিন্ন সময় যেটি ভয়াবহ রূপও লাভ করেছে। তবে গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে অতর্কিত বোমা হামলা চালালে এই সংঘাত যুদ্ধে পরিণত হয়। যাতে এ পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষ নিহত ও কয়েক লাখ মানুষ আহত হয়েছেন। বাস্তুহারা হয়েছে অসংখ্য ফিলিস্তিনি। কিন্তু সম্প্রতি, ফিলিস্তিন-ইসরায়েলের মাঝে চলমান এ যুদ্ধে ফিলিস্তিনি জয় লাভ করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে বিপুল সংখ্য মানুষকে ফিলিস্তিনের পতাকা হাতে উল্লাস করতে দেখা যাচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে চলা টানা ১১ দিনের সংঘাতের পর দুপক্ষের মধ্যে যুদ্ধ বিরতির একটি চুক্তি হয়। সেসময় ফিলিস্তিনি জনগণের উল্লাসের ভিডিওটিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Md. Sahidul Islam নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২১ সালের ২১ মে #আলহামদুলিল্লাহ!! টানা ১১ দিন পর আজ ফিলিস্তিন ও দখলদার ইসরাঈলের সাথে যুদ্ববিরতি হয়েছে। ফিলিস্তিনিদের বিজয়ের হাসি.. শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল রয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনামে থেকে জানা যায়, এটি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বিরতি ঘোষণা হবার পরবর্তী মুহুর্তের দৃশ্য। পাশাপাশি উক্ত ভিডিওটির শেষেও আলোচিত ভিডিওটির মত alarabiya নামের একটি লোগো দেখতে পাওয়া যায়।
alarabiya-এর লোগো এবং প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সৌদি আরব ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al Arabiya এর জর্ডান সংস্করণের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২১ সালের ২১ মে #شاهد| فرحة عارمة في شوارع مدينة غزة بعد دخول اتفاق وقف إطلاق النار حيز التنفيذ. শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির শিরোনাম ইংরেজিতে অনুবাদের মাধ্যমে জানা যায়, মূলত ২০২১ সালে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজা শহরের রাস্তায় মানুষের উল্লাসের ভিডিও এটি।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে কাতারভিত্তিক গণমাধ্যম Al Jazeera এর ওয়েবসাইটে ২০২১ সালের ২০ মে Israel and Hamas agree Gaza ceasefire after 11 days of fighting শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, টানা ১১ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েল এবং হামাস সেসময় যুদ্ধ বিরতিতে সম্মত হয়। উক্ত সংঘাতে সেসময় ২৩২ জন ফিলিস্তিনি এবং ১২ জন ইসরায়েলির নিহত হয়।
সুতরাং, হামাস-ইসরায়েল যুদ্ধ বিরতির পুরোনো ভিডিওকে চলমান ফিলিস্তিন-ইসরায়েলে যুদ্ধে ফিলিস্তিনের জয়ের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Md. Sahidul Islam Facebook Account: #আলহামদুলিল্লাহ!! টানা ১১ দিন পর আজ ফিলিস্তিন ও দখলদার ইসরাঈলের সাথে যুদ্ববিরতি হয়েছে। ফিলিস্তিনিদের বিজয়ের হাসি..
- Al Arabiya Jordan العربية الأردن Facebook Page: #شاهد| فرحة عارمة في شوارع مدينة غزة بعد دخول اتفاق وقف إطلاق النار حيز التنفيذ.
- Al Jazeera Website: Israel and Hamas agree Gaza ceasefire after 11 days of fighting
- Rumor Scanner’s Own Analysis