সম্প্রতি বাংলাদেশে হওয়া ভূমিকম্পের দাবিতে পুরোনো ছবি প্রচার 

সম্প্রতি, ৫ মিনিট আগে পুরো বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল- শীর্ষক ক্যাপশনে কয়কটি ছবি যুক্ত একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে দাবি করা হচ্ছে গত ২ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় হওয়া ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির দৃশ্য এগুলো। 

ভূমিকম্পের

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওর ছবিগুলো গত ২ ডিসেম্বর বাংলাদেশে হওয়া ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত কোনো ভবন বা রাস্তার নয় বরং ভিন্ন ঘটনার ভিন্ন ভিন্ন দেশের কয়েকটি ছবি সংযুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

ছবি যাচাই-১

Screenshot: Tiktok Claim Post 

ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে ব্রিটিশ গণমাধ্যম The Guardian এর ওয়েবসাইটে ২০১৫ সালের ২৯ এপ্রিল “Nepal earthquake: learn lessons or more will die in future disasters, warns expert” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: The Guardian

প্রতিবেদন থেকে জানা যায়, নেপালে ২০১৫ সালের এপ্রিল মাসে ৭.৮ মাত্রার ভূমিকম্পে পাঁচ হাজারের উপরে মানুষ মারা যায়। সেসময় নেপালের বিভিন্ন ভবনও ধসে পড়ে। তখনকার দৃশ্য এটি। 

অর্থাৎ, ছবিটি গত ২ ডিসেম্বর বাংলাদেশে হওয়া ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি হওয়া দৃশ্যেরনয় বরং এটি ২০১৫ সালের এপ্রিল মাসে নেপালে হওয়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দৃশ্য। 

ছবি যাচাই- ২

Screenshot: Tiktok Claim Post 

ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম The Economic Times এর ওয়েবসাইটে ২০১৫ সালের ২৫ এপ্রিল “Nepal earthquake: Eerie reminder of 1934 tragedy” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: The Economic Times

প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ছবিটিও ২০১৫ সালের এপ্রিল মাসে নেপালে হওয়া ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির দৃশ্যের। 

অর্থাৎ, আলোচিত এই ছবিটিও বাংলাদেশের সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৫ সালে নেপালে হওয়া ভূমিকম্পের সময়কার। 

ছবি যাচাই- ৩

Screenshot: Tiktok Claim Post 

ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম Voice Of America এর ওয়েবসাইটে ২০১৫ সালের ২৬ এপ্রিল “More Than 3,200 Dead in Nepal Quake” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Voice Of America

প্রতিবেদন থেকে জানা যায়, এই ছবিটিও ২০১৫ সালের এপ্রিল মাসে নেপালে হওয়া ভূমিকম্পের সময়কার দৃশ্য। 

অর্থাৎ, আলোচিত এই ছবিটিও বাংলাদেশের সাম্প্রতিক সময়ের নয় বরং নেপালের। 

ছবি যাচাই- ৪

Screenshot: Tiktok Claim Post 

ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম The Times Of India এর ওয়েবসাইটে ২০১৮ সালের ৩১ জানুয়ারি “Is India sitting on a ticking earthquake time bomb?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: The Times Of India

অর্থাৎ, উক্ত ছবিটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হওয়া ভূমিকম্পের নয় বরং পুরোনো। 

ছবি যাচাই- ৫

Screenshot: Tiktok Claim Post 

ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে কাতার ভিত্তিক গণমাধ্যম Al Jazeera’র ওয়েবসাইটে গত ৬ ফেব্রুয়ারি “Thousands dead after powerful quakes devastate Turkey and Syria” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে থাকা ভিডিও’র থাম্বনেইলে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Al Jazeera

প্রতিবেদন থেকে জানা যায়, গত ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় বড় ধরনের কম্পন আঘাত হেনেছে। এই ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছে। এটি ঐ ঘটনার দৃশ্য।

অর্থাৎ, আলোচিত ছবিটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হওয়া ভূমিকম্পের নয় বরং ছবিটি তুরস্ক বা সিরিয়ার।

মূলত, গত ২ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পরবর্তীতে ইন্টারনেটে পাঁচটি ছবি যুক্ত একটি ভিডিও বাংলাদেশের ভূমিকম্পের ফলে ভবন ও রাস্তার ক্ষয়ক্ষতির দৃশ্য দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিগুলো সম্প্রতি বাংলাদেশে হওয়া ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির দৃশ্য নয়। প্রকৃতপক্ষে  ছবিগুলো ভিন্ন ঘটনার ভিন্ন ভিন্ন দেশের পুরোনো ঘটনায় ধারণকৃত।

সুতরাং, বাংলাদেশের সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার দাবিতে একাধিক পুরোনো ছবি যুক্ত একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে ; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img