জাতীয় নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির দৃশ্য দাবিতে পুরোনো ছবি প্রচার 

গতকাল ৭ জানুয়ারি সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোটগ্রহণ চলাকালে গাইবান্ধা গেজেট- Gaibandha Gazete নামক একটি ফেসবুক পেজ থেকে “গাইবান্ধায় ভোট উৎসবের আমেজ, ভোটারদের দীর্ঘ লাইন….. #গাইবান্ধা #সুন্দরগঞ্জ #পলাশবাড়ী” শীর্ষক ক্যাপশনে একটি ছবি প্রচার করা হয়। অর্থাৎ দাবি করা হয়, ছবিটি গতকাল অনুষ্ঠিত নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ), গাইবান্ধা-২ (সদর) কিংবা গাইবান্ধা- ৩ (পলাশবাড়ী) আসনের কোনো একটি আসনের একটি কেন্দ্রের ভোটারদের উপস্থিতির দৃশ্যের।

ভোটার

উক্ত ছবি যুক্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি গতকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা কিংবা দেশের অন্য কোনো জেলায় ভোটার উপস্থিতির ঘটনার নয় বরং ২০২১ সালে গাইবান্ধায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধান শুরুতে আলোচিত ছবিটির উৎসের খোঁজ করে রিউমর স্ক্যানার টিম। রিভার্স ইমেজ সার্চ করে জাতীয় গণমাধ্যম ‘সময়ের আলো’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৮ নভেম্বর “গাইবান্ধায় ইউপি ভোটে উৎসবের আমেজ, ভোটারদের দীর্ঘ লাইন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একটি ছবিটি খুঁজে পাওয়া যায়। 

উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল রয়েছে।

Picture Comparison: Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২১ সালের ১৮ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়নে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে আসা ভোটারদের দৃশ্য এটি। 

এছাড়া, একই তারিখে অনলাইন গণমাধ্যম ‘রাইজিং বিডি’ এর ওয়েবসাইটে “১০০৭ ইউপিতে ভোট (ফটো স্টোরি)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটো স্টোরিতে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Picture Comparison: Rumor Scanner 

মূলত, ২০২১ সালের নভেম্বরে গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়নে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে নিয়ে সেসময় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ভোটারদের দীর্ঘ লাইনের একটি ছবি প্রচার করা হয়। এই ছবিটিই গতকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতির দৃশ্য দাবি করে ফেসবুকে প্রচার করা হয়েছে।  

সুতরাং, গাইবান্ধার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পুরোনো ছবিকে গতকাল অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতির দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img