গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের প্রায় ১৫ বছরের শাসনামলের। এর পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগ পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে তৌহিদী জনতার ব্যানারে সিলেটে অবস্থিত হযরত শাহ্ পরান (রহ.) -এর মাজারসহ বিভিন্ন মাজারে ভাঙচুর ও হামলা চালানোর ঘটনাও ঘটেছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি, কুড়িগ্রামের স্বভাবকবি খ্যাত রাধাপদ রায়ের ওপর হামলা চালানো হয়েছে দাবিতে তার ক্ষতবিক্ষত পিঠের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘এটাই কি ভবিষ্যৎ বাংলাদেশের মানচিত্র?’ শীর্ষক শিরোনামে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে তার ওপর হামলার ঘটনা ঘটে। সেসময়ের তার আহত অবস্থার একটি ছবি সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক ইত্তেফাক-এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৪ অক্টোবর চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলা ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ৩১ লেখকের বিবৃতি শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এতে ব্যবহৃত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল রয়েছে। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি হামলার পর রাধাপদ রায়ের পিঠের ছবি। এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর মো. রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ব্যক্তি কুড়িগ্রামের জনপ্রিয় চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলা চালান। এ ঘটনায় সেসময় ৩১ জন লেখক একটি বিবৃতিও প্রদান করেন।
একই ঘটনায় মূলধারার গণমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনেও রাধাপদ রায়ের আহত অবস্থার আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
সুতরাং, চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার পুরোনো ঘটনার ছবি প্রচার করে তাকে সাম্প্রতিক সময়ে হামলা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ittefaq Website: চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলা ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ৩১ লেখকের বিবৃতি
- Prothom Alo Website: ছয় মাস আগে সালিসে কথা–কাটাকাটির জেরে কবি রাধাপদ রায়ের ওপর হামলা
- Rumor Scanner’s Own Analysis