মোহাম্মদপুরে মোটরসাইকেলের চাকা চুরি হয়েছে দাবিতে মহাখালীর ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি, রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসার নিচ থেকে লক করে রাখা মোটরসাইকেলের চাকা চুরি হয়ে গিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হয়েছে।

ছবিটির ক্যাপশনে বলা হয়, ‘গতকাল সন্ধার একটু আগে, মোহাম্মদপুর তাজমহল রোডে বাইকটা লক করে রেখে, উপরতলায় এক বন্ধুর অসুস্থ আম্মুকে দেখতে যাই। ২০ মিনিট পর নিচে নেমে দেখি এই অবস্থা।’

চাকা চুরি

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং  এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি রাজধানীর মোহাম্মদপুর এলাকার তাজমহল রোড থেকে মোটরসাইকেলের চাকা চুরি হয়ে যাওয়ার কোনো ঘটনার নয়। এমনকি ছবিটি মোহাম্মদপুরেরই নয় বরং এটি রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় ধারণ করা হয়েছে। মূলত, মোটরসাইকেলটির টায়ার ব্লাস্ট হয়ে যাওয়ায় তা মেরামতের জন্যে চাকাটি খুলে ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়েছিল।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Deshi Biker নামের একটি পেজে আজ সকাল ৯ টা ৩০ মিনিটে একই দাবিতে প্রচারিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, পেজটির ফেসবুক গ্রুপে Ferdous Hasan Aronno নামের একজন ব্যক্তি উক্ত পোস্টটি করেন। তবে পোস্টটির মন্তব্যের ঘরে Ahmed Nobel নামের একজন ব্যক্তি দাবি করেন ছবিটি তার মোটরসাইকেলের এবং জায়গাটিও মোহাম্মদপুর নয় বরং এটি মহাখালী ডিওএইচএস এলাকার ছবি এছাড়াও তিনি দাবি করেন চাকাটি ‍চুরি হয়নি; মেরামত করার জন্যে খুলে নিয়ে যাওয়া হয়েছে।

পরবর্তীতে Deshi Biker নামের ফেসবুক গ্রুপটি পর্যালোচনা করে  Ferdous Hasan Aronno ওই ব্যক্তির পোস্টটির (আর্কাইভ) সন্ধান পাওয়া যায়। 

Screenshot: Facebook 

আলোচিত এই পোস্টের বিষয়ে জানতে ফেরদৌস হাসান অরণ্যের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ‘মোটর সাইকেলের ছবিটি মহাখালী ডিওএইচএস এলাকায় তোলা হয়েছে। বাসায় ফেরার সময় বাড়ির সামনে মোটর সাইকেলটির এই অবস্থা দেখে ছবিটি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি। তবে পোস্টটি সম্পূর্ণ মজার ছলেই করেছিলাম।’

এছাড়া এ বিষয়ে আলোচিত বাইকের মালিক দাবি করা  Ahmed Nobel নামের ওই ব্যক্তির তার সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, মোটরসাইকেলটি তার। মূলত, গতকাল (১ জুন) মহাখালী ডিওএইচএস এলাকায় তার মোটরসাইকেলের টায়ার ফেটে যায়। টায়ার ফেটে যাওয়ার কারণে সেটি মেরামতের জন্যে ওয়ার্কশপে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই মিস্ত্রি এনে টায়ার মেরামতের জন্যে মোটরসাইকেলটির চাকা খুলে নিয়ে যাওয়া হয়। এছাড়াও তিনি বলেন, পোস্টটি আমিও দেখেছি। সেখানে করা চুরির দাবিটি সম্পূর্ণ ভুয়া।

মূলত, গত ১ জুন Deshi Biker নামের একটি ফেসবুক গ্রুপে Ferdous Hasan Aronno নামের একজন ব্যক্তি মোহাম্মদপুর তাজমহল রোডে তার লক করে রাখা মোটরসাইকেল থেকে চাকা চুরি হয়ে গিয়েছে দাবিতে একটি চাকাহীন মোটরসাইকেলের ছবি পোস্ট করেন। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। ছবিটি মোহাম্মদপুর এলাকায় নয় বরং মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তোলা হয়েছে। এছাড়া  মোটরসাইকেলটির চাকা চুরি হয়নি বরং চাকা মেরামতের জন্যে খুলে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এটির জানা যায়, মোটরসাইকেলটির মালিক ফেরদৌস হাসান অরণ্য নামের ওই ব্যক্তির নয়। তিনি ছবিটি তুলে মজার ছলে ফেসবুকে পোস্ট করেন। 

সুতরাং, মহাখালীতে মেরামতের জন্যে রাখা চাকা খোলা মোটর সাইকেলের ছবিকে মোহাম্মদপুরে বাইকের চাকা চুরি হওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Deshi Biker Facebook Page Post
  • Ferdous Hasan Aronno Facebook Account Post
  • Rumor Scanner’s Own Analysis 

আরও পড়ুন

spot_img