দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা বিনামূল্যে করা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি ড. ইউনূস

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের সকল দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা বিনামূল্যে করার আশ্বাস দিয়েছেন দাবিতে ‘বাংলাদেশের সকল দরিদ্র ছাত্র ছাত্রী পড়াশোনা ব্যবস্থা ফ্রি করা হবে – ডা. ইউনুস’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

পড়াশোনা ফ্রি

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বাংলাদেশের সকল দরিদ্র ছাত্র ছাত্রী পড়াশোনা ব্যবস্থা ফ্রি করা হবে – ডা. ইউনুস’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, এনটিভি-র ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা এনটিভি-র লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির  ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উক্ত শিরোনামে প্রচারিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ৩ সেপ্টেম্বর ‘জাতিসংঘ অধিবেশনে ছোট প্রতিনিধি দল নিয়ে যাবেন ড. ইউনূস’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

উক্ত ফটোকার্ডের সঙ্গে আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত গ্রাফিক্যাল ডিজাইন ও ড. মুহাম্মদ ইউনূসের ছবির মিল খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে এই ফটোকার্ডটির সাথে আলোচিত ফটোকার্ডটির তূলনামূলক বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ড দুটির ছবির মিল থাকলেও আলোচিত ফটোকার্ডের শিরোনাম ও শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে এনটিভি-র ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের ডিজাইনের মিল নেই।

Photocard Comparison by Rumor Scanner

আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ‘জাতিসংঘ অধিবেশনে ছোট প্রতিনিধি দল নিয়ে যাবেন ড. ইউনূস’ শীর্ষক বাক্যাংশের পরিবর্তে ‘বাংলাদেশের সকল দরিদ্র ছাত্র ছাত্রী পড়াশোনা ব্যবস্থা ফ্রি করা হবে – ডা. ইউনুস’ বাক্যাংশটি যুক্ত করা হয়েছে। এছাড়াও আলোচিত ফটোকার্ডটিতে এটি প্রকাশের তারিখ মুছে দেওয়া হয়েছে।

অর্থাৎ, এনটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি, ড. মুহাম্মদ ইউনূস দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ নিয়ে এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে দেশীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচ্য দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘বাংলাদেশের সকল দরিদ্র ছাত্র ছাত্রী পড়াশোনা ব্যবস্থা ফ্রি করা হবে – ডা. ইউনুস’ শীর্ষক শিরোনামে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে এনটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img