ব্যালন ডি’অর নিয়ে মেসি ও রদ্রিকে জড়িয়ে ইব্রাহিমোভিচের নামে ভুয়া মন্তব্য প্রচার

ফুটবল জগতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর, যা ১৯৫৬ সাল থেকে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্রদান করে আসছে, এবার ৬৮তম আসরে অনুষ্ঠিত হলো। ফুটবলবিশ্বে এ নিয়ে ছিলো নানা জল্পনা-কল্পনা; অনেকেই ধারণা করেছিলেন, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবারের পুরস্কারটি জিততে পারেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি ব্যালন ডি’অর জিতে নেন, যা নিয়ে ফুটবল মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এমনকি রিয়াল মাদ্রিদ এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান বর্জন করে। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, “যেখানে সম্মান নেই, সেখানে রিয়াল মাদ্রিদ যায় না।”

এরইমধ্যে, সুইডেনের সাবেক তারকা ফুটবলার জলাতন ইব্রাহিমোভিচ “ব্যালন ডি’অর চুরি মেসিও করছে কিন্তু রদ্রির মতো হাতেনাতে ধরা খায়নি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ব্যালন ডি'অর

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “ব্যালন ডি’অর চুরি মেসিও করছে কিন্তু রদ্রির মতো হাতেনাতে ধরা খায়নি” শীর্ষক কোনো মন্তব্য ইব্রাহিমোভিচ করেননি বরং, কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাত খুঁজে বের করে রিউমর স্ক্যানার টিম। এতে, “মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি বলছি” নামক একটি পেজ থেকে গতকাল (৩০ অক্টোবর) এই দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

উক্ত পোস্টটি সার্কাজম বা মজার ছলেই দেওয়া বলে ধারণা করা যায়। এছাড়া পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত পেজটি সার্কাজম বা ফানপেজ। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

অর্থাৎ, আলোচিত দাবিটি প্রথমে সার্কাজম বা মজার ছলে প্রচার করা হলেও পরবর্তীতে তা সত্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

সুতরাং, ব্যালন ডি’অর নিয়ে মেসি ও রদ্রিকে জড়িয়ে ইব্রাহিমোভিচকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

তথ্যসূত্র

  • মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি বলছি- Facebook Post 
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img