প্রথম আলো’র বিজ্ঞাপন দাবিতে ব্র্যাক স্কুলের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, ‘ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্প) নিয়োগ বিজ্ঞপ্তি‘ শীর্ষক দাবিতে প্রথম আলোর নামে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ব্র্যাক স্কুলের

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলোর বিজ্ঞাপন দাবিতে প্রচারিত ব্র্যাক স্কুলের (গণশিক্ষা প্রকল্প) নিয়োগ বিজ্ঞপ্তিটি নকল। প্রকৃতপক্ষে প্রথম আলোর প্রিন্ট বা অনলাইন সংস্করণে এমন কোনো বিজ্ঞাপন প্রচার করা হয়নি। এছাড়া ব্র্যাক থেকেও এমন কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি।

অনুসন্ধানের শুরুতে প্রথম আলোর নামে প্রচারিত আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত বিজ্ঞপ্তিতে থাকা তথ্য অনুযায়ী প্রথম আলোর ওয়েবসাইট, ই-প্রিন্ট সংস্করণ, ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে উক্ত তথ্য সম্বলিত কোনো বিজ্ঞপ্তি বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবির প্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর প্রথম আলো তাদের ফেসবুক পেইজে ‘মিথ্যা প্রচারণা‘ শীর্ষক একটি ফটোকার্ড পাওয়া যায়। 

Screenshot from Facebook

উক্ত পোস্টে প্রথম আলো জানায়, প্রথম আলোর নামে ছড়ানো এই বিজ্ঞপ্তিটি নকল। এটি তাদের তৈরি নয়। এছাড়া ব্র‍্যাকও প্রথম আলোকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিজ্ঞপ্তির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এছাড়া, ব্র্যাকের অফিশিয়াল ওয়েবসাইট, ক্যারিয়ার ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজে (গণশিক্ষা প্রকল্প) নিয়ে কোনোপ্রকার বিজ্ঞপ্তি বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে ব্র‍্যাকের অফিসিয়াল ফেসবুক পেজে ১২ আগস্ট প্রথম আলো’র ফটোকার্ডটি শেয়ার করে ব্র‍্যাকের ক্যারিয়ার ওয়েবসাইট থেকে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে আহ্বান জানায়।

Screenshot from Facebook

মূলত, সম্প্রতি, প্রথম আলো এবং ব্র্যাক এনজিওর লোগোসহ ব্র্যাক স্কুলের (গণশিক্ষা প্রকল্প) নিয়োগ বিজ্ঞপ্তি শীর্ষক একটি বিজ্ঞাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া। জাতীয় দৈনিক প্রথম আলো এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিজ্ঞাপন প্রচার করেনি। যা প্রথম আলো তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। এছাড়া ব্র্যাক তাদের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটেও এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

প্রসঙ্গত, পূর্বেও প্রথম আলো’র নামে নিয়োগ বিজ্ঞপ্তির নকল বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার করা হলে বিষয়টি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, প্রথম আলোর লোগোসহ ব্র্যাক স্কুলে (গণশিক্ষা প্রকল্প) নিয়োগ বিজ্ঞপ্তি শীর্ষক একটি বিজ্ঞাপন ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img