প্রথম আলোর নামে নিয়োগ বিজ্ঞপ্তির নকল বিজ্ঞাপন প্রচার

সম্প্রতি,’ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৩ ‘ শীর্ষক দাবিতে প্রথম আলোর নামে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন পোস্ট ( আর্কাইভ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলোর নামে প্রচারিত  ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটির নিয়োগ বিজ্ঞপ্তির বিজ্ঞাপনটি নকল। প্রকৃতপক্ষে প্রথম আলোর প্রিন্ট বা অনলাইন সংস্করণে এমন কোনো বিজ্ঞাপন প্রচার করা হয়নি। এছাড়া কমিউনিটি ক্লিনিকের নিয়োগ নিয়ে বাস্তবে এমন কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি। 

এই অনুসন্ধানের শুরুতে প্রথম আলোর নামে প্রচারিত  কথিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। যেহেতু উক্ত বিজ্ঞপ্তিটি প্রথম আলোর বিজ্ঞাপন নামে প্রচারিত হচ্ছে সেহেতু উক্ত বিজ্ঞপ্তিতে থাকা তথ্য অনুযায়ী  প্রথম আলোর ওয়েবসাইট, ই প্রিন্ট সংস্করণ, ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে উক্ত তথ্য সম্বলিত কোনো বিজ্ঞপ্তি বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবির প্রেক্ষিতে আজ ২০ আগস্ট প্রথম আলো তাদের ফেসবুক পেইজে ‘মিথ্যা প্রচারণা‘ শীর্ষক একটি ফটোকার্ড পাওয়া যায়। 

উক্ত পোস্টে প্রথম আলো জানায়, প্রথম আলোর নামে ছড়ানো এই বিজ্ঞপ্তিটি নকল। এটি তাদের তৈরি নয়।

Screenshot : Daily Prothom Alo Facebook Page 

এছাড়া, কথিত বিজ্ঞপ্তির বিষয়ে Community Based Health Care- CBHC এর ফেসবুক পেজে আজ (২০ আগস্ট) প্রকাশিত একটি সতর্কীকরণ পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot : CBHC Facebook Page 

উক্ত পোস্টের মাধ্যমে জানা যায়, ‘আলোচিত বিজ্ঞপ্তিটির সাথে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম কিংবা স্বাস্থ্য বিভাগের কোনো সম্পর্ক নেই। কমিউনিটি ক্লিনিকে প্রক্রিয়া সম্পূর্ণ সরাসরি এবং সরকারি।’

মূলত, সম্প্রতি প্রথম আলোর নামে ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি ও পরিবার কল্যাণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৩ এর একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া। এছাড়া, প্রথম আলোতে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিজ্ঞাপন প্রচার করা হয়নি। প্রকৃতপক্ষে, একটি বানোয়াট নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথম আলোর লোগো সংযুক্ত করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে।

সুতরাং, প্রথম আলোর নামে প্রচারিত ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তির বিজ্ঞাপটি নকল এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বানোয়াট।

 তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img