শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আলিঙ্গনের ভিডিওটি ডিপফেক প্রযুক্তির সহায়তায় নির্মিত

সম্প্রতি, আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পাড়ি জমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রেক্ষিতে তার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরস্পরকে আলিঙ্গন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরস্পরকে আলিঙ্গন করার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষ, ডিপফেক প্রযুক্তির সহায়তায় শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির পুরোনো একটি ভিডিও সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে জানতে আলোচিত ভিডিওর কিছু কী-ফ্রেম ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর PM Modi meets Bangladesh PM Sheikh Hasina at Hyderabad House in New Delhi শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুজে পাওয়া যায়।

Screenshot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর ১ মিনিট ২০ সেকেন্ড সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচিত ভিডিওর ন্যায় একই ভঙ্গিতে হাত নেড়ে বিদায় নিতে দেখা যায়। এসময় তাদের পরিহিত পোশাক এবং ভিডিওর স্থানের সাথে আলোচিত ভিডিওতে তাদের পরিহিত পোশাক ও ভিডিওর স্থানের হুবহু মিল রয়েছে। তবে ভিডিওটির কোথাও তাদেরকে আলিঙ্গন করতে দেখা যায়নি। বরং, তারা হাত নেড়ে বিদায় নিয়ে চলে যান। এছাড়াও জানা যায়, ভিডিওটি ভারতের দিল্লিতে অবস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হায়ইদ্রাবাদ হাউজে ধারণ করা হয়েছে।

Video Comparison by Rumor Scanner

অর্থাৎ, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির পরস্পরকে আলিঙ্গন করার ভিডিওটি ডিপফেক প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

সুতরাং, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরস্পরকে আলিঙ্গন করার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img