গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। সম্প্রতি দেশ ত্যাগের চেষ্টা করতে গিয়ে একাধিক নেতাকর্মী আইনশৃঙ্খলাবাহিনীর হাতে আটক হন। এরই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং উক্ত ছবি ব্যবহার করে গণমাধ্যমে সংবাদ ও ফটোকার্ড প্রকাশিত হয়।
ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ছবিটি ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ঢাকা টাইমস২৪, প্রিয় চাঁদপুর এবং বার্তা বাজার (ফেসবুক)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আটক হয়েছেন দাবিতে প্রচারিত এই ছবিটি আসলে তার নয় বরং এটি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ২০২১ সালে আটক হওয়ার ছবি।
আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Mamun khan নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২১ সালের ২২ আগস্ট করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টটিতে ব্যবহৃত ছবিগুলোর মধ্যে একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির বেশ মিল লক্ষ্য করা যায়। উভয় ছবির ব্যক্তির পোশাক এবং অবয়বের মিল দেখা যায়। এছাড়াও দুটো ছবিতে তাকে ধরে রাখা পুলিশ সদস্যও একই।
পোস্টটি থেকে জানা যায়, উক্ত ছবিটি ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব রফিকুল ইসলাম জামালের।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক ইত্তেফাক এর ওয়েবসাইটে ২০২১ সালের ২২ আগস্ট “প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: বিএনপি নেতা কারাগারে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে তার করা একটি ফেসবুক পোস্টের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি ও প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে দাবি করে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় বিএনপির নেতা রফিকুল ইসলাম জামালকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেবছরের ২১ আগস্ট আটক করা হয়। পরবর্তীতে ঝালকাঠির আদালত তাকে কারাগারে পাঠান।
এছাড়াও রফিকুল ইসলাম জামালের ফেসবুক আইডি পর্যালোচনা করে, গত ১৩ আগস্ট তার করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে তিনি দাবি করেন, উক্ত পোস্টটি করার কারণে ২০২১ সালে তাকে আটক করা হয়। এছাড়াও পোস্টটিতে তিনি আদালতের দুটো ছবি যুক্ত করেছেন যার সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে। এছাড়াও তার আইডি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ধর্ম বিষয়ক সম্পাদক।
পরবর্তীতে আলোচিত ছবিটি তার কিনা জানতে চাইলে রফিকুল ইসলাম জামাল রিউমর স্ক্যানারকে জানান, ওবায়দুল কাদেরের আটক হওয়ার দাবি নিয়ে প্রচারিত ছবির ব্যক্তিটি তিনি।
উল্লেখ্য, ১৩ আগস্ট থেকে ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছেন বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো খবরের সত্যতা এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
সুতরাং, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আটক হওয়ার দৃশ্য দাবিতে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ২০২১ সালে গ্রেফতারের পুরোনো ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Mamun khan Facebook Acccount Post
- Ittefaq Website: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: বিএনপি নেতা কারাগারে
- Rafiqul Islam Jamal Facebook Account Post
- Statement of Rafiqul Islam Jamal
- Rumor Scanner’s Own Analysis