শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দাবিতে নেত্রকোনার কলমাকান্দার ভিডিও প্রচার

সম্প্রতি, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার সীমান্তবর্তী পাহাড়ী অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

শেরপুরের

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ময়মনসিংহের শেরপুর এলাকার পাহাড়ি অঞ্চলের নয় বরং, ভিডিওটি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা  উপজেলার পাঁচগাঁও এলাকার।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Sejon Mahmud Mukter’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১১ সেপ্টেম্বর আমাদের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা কমলাকান্দা পাঁচগাও অপরূপ ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য…. শীর্ষক শিরোনামে আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

Screenshot: Facebook

পোস্টটির এডিট হিস্ট্রি যাচাইয়ের মাধ্যমে দেখা যায়, উক্ত ফেসবুক আইডি থেকেও পূর্বে ভিডিওটিকে শেরপুরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছিল। তবে পরবর্তীতে সেটি পরিবর্তন করে নেত্রকোনার পাঁচগাঁও এলাকার ভিডিও বলে প্রচার করা হয়।

Screenshot: Facebook

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Beauty of ঝিনাইগাতী’ নামের একটি পাবলিক ফেসবুক গ্রুপে ‘Md Ridoy Hassan Jaman’ নামের একটি আইডি থেকে গত ২২ সেপ্টেম্বর প্রচারিত ফটোকার্ডযুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

উক্ত পোস্টে  বলা হয়, শেরপুরের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিওটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বর্ডার এলাকার। পোস্টটির মন্তব্যের ঘরেও একাধিক ব্যক্তি দাবিটির সাথে একাত্মতা প্রকাশ করে ওই এলাকায় তাদের ধারণ করা ছবি শেয়ার করেন।

Screenshot College by Rumor Scanner

পরবর্তীতে দাবিগুলো সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে We Travel We Explore নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৮ জুলাই || অপরূপ পাচগাও কমলাকান্দা || শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর ৪ মিনিট ৯ সেকেন্ডে দেখানো সড়কের সাথে আলোচিত ভিডিওতে দেখানো মাটির পথের হুবহু মিল রয়েছে। উভয় ভিডিওতেই একই কালভার্ট এবং একই পাহাড়ি দৃশ্য দেখতে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner

এছাড়াও উভয় ভিডিওতেই একই ধরনের সবুজ টিনের চালের বেশ কয়েকটি বাড়ি দেখানো হয় ভিডিওটির বিস্তারিত বিবরণীতে বলা হয়,  ভিডিওর জায়গাটি হলো নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি এলাকা পাঁচগাঁও। সীমান্তলগ্ন পাঁচগাঁও এলাকাটি রংছাতি ইউনিয়নে অবস্থিত।

Video Comparison by Rumor Scanner

সুতরাং, নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও এলাকার ভিডিওকে শেরপুরের ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img