সম্প্রতি, সারজিসের বাসায় ২০০ কোটি ও হাসনাতের বাসায় ১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে শীর্ষক দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের বক্তব্যের একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের বাসায় ২০০ কোটি ও হাসনাত আবদুল্লাহর বাসায় ১০০ কোটি পাওয়া গিয়েছে দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম মন্তব্য করেননি বরং গত ১৮ অক্টোবর রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় তরিকুল ইসলামের দেওয়া বক্তব্য কাটছাট করে জোড়া লাগিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ভিডিওতে তরিকুল ইসলামকে বলতে দেখা যায়, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সারজিসের বাসায় ২০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। হাসনাতের বাসায় ১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সে রাজনীতির বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।’ এছাড়াও, তাকে অন্তর্বর্তী সরকার ও সরকারের উপদেষ্টাদের নিয়েও কথা বলতে দেখা যায়। ভিডিওটির শেষে শেখ হাসিনা সরকার বার বার দরকার এমন মন্তব্য করতেও দেখা যায়। তবে, ভিডিওটি বিশ্লেষণে এর মধ্যে বক্তব্যের ধারাবাহিকতা পরিলক্ষিত হয়নি। কয়েকটি ক্লিপ জোড়া লাগিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে বলে মনে হয়েছে। প্রচারিত ভিডিওটিতে ‘KABIR CHOWDHURY TANMOY’ লেখাটির উল্লেখ পাওয়া যায়। ‘Kabir Chowdhury Tanmoy’ নামক ফেসবুক প্রোফাইল থেকে গত ১৯ অক্টোবর ভিডিওটি আপলোড করা হয়।
অনুসন্ধানে ‘Md Tarikul Islam’ ফেসবুক প্রোফাইলে গত ১৯ অক্টোবর‘অবিলম্বে হামলাকারী খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির বক্তব্যের ভিন্ন ভিন্ন মহূর্তের কিছু কিছু অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও বক্তব্যের সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওটির একটি অংশে তরিকুল ইসলাম ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে সচেতন থাকার প্রসঙ্গ টেনে এনে বলেন, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সারজিসের বাসায় ২০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। হাসনাতের বাসায় ১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সে রাজনীতির (**) আমাদের সচেতন থাকতে হবে। আপনাদেরকে বুঝতে হবে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত, নৈতিক মানদন্ড না থাকলে তারা কখনো এ অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারতো না।
অর্থাৎ, তরিকুল ইসলাম এখানে টাকার বিষয়টি ষড়যন্ত্র বা প্রোপাগাণ্ডা হিসেবে বুঝিয়েছেন। তরিকুল ইসলামের এই বক্তব্য সম্পাদিত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়াও, ভিডিওটিতে তরিকুল ইসলামে বক্তব্য কাটছাট করে এলোমেলো আকারে ছোট ছোট অংশ জোড়া লাগিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ অক্টোবর রাজধানীর মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিস মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কদের পাশাপাশি বক্তব্য রাখেন সমন্বয়ক তারিকুল ইসলাম।
সুতরাং, সারজিসের বাসায় ২০০ কোটি ও হাসনাতের বাসায় ১০০ কোটি পাওয়া গিয়েছে এমন মন্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি বিকৃত বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Md Tarikul Islam: Facebook Video
- প্রথম আলো: দ্রব্যমূল্য নাগালে না এলে মানুষ রাস্তায় নামতে পারে: সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
- Rumor Scanner’s Own Analysis