এইচএসসি-২০২৩ এর ইংরেজি ১ম পত্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবিতে পুরানো প্রশ্ন প্রচার 

সম্প্রতি,‘এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ইংরেজী ১ম পত্রের আগাম প্রশ্ন’ পাওয়ার দাবিতে একাধিক প্রশ্নপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। যেখানে পোস্টদাতারা দাবি করছেন, তাদের কাছে এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ইংরেজি ১ম পত্রের প্রশ্ন আছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু প্রশ্নপত্রের ছবি দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ইংরেজি ১ম পত্রের আগাম প্রশ্ন পাওয়ার দাবিতে প্রচারিত ছবিগুলো ২০২৩ সালের প্রশ্নপত্র নয় বরং বিভিন্ন বোর্ড পরীক্ষার পুরানো প্রশ্নের ছবির মাধ্যমে উক্ত দাবিটি  প্রচার করা হচ্ছে। 

প্রশ্নপত্র যাচাই ১

এ নিয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অ্যাকাডেমিক ও ভর্তি কোচিং সেন্টার ‘উদ্ভাস – Udvash Academic & Admission Care’ এর ফেসবুক পেজে চলতি বছরের গত ২ মে প্রদত্ত একটি পোস্টে (আর্কাইভ) একটি প্রশ্নপত্র খুঁজে পাওয়া যায়।

Image Comparison By Rumor Scanner

উদ্ভাসের ফেসবুক পোস্ট থেকে পাওয়া এই প্রশ্নের সাথে এইচএসসি-২০২৩ পরীক্ষার ইংরেজি ১ম পত্রের প্রশ্ন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটিতে উল্লেখিত প্রশ্নটির সেটসহ অন্যান্য কোডের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 
পরবর্তীতে পোস্টটি থেকে আরও জানা যায়, এটি মূলত এসএসসি-২০২৩ এর ইংরেজি ১ম পত্র পরীক্ষার চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। 

অর্থাৎ, ফেসবুক থেকে এই বছর অনুষ্ঠিত এসএসসি-২০২৩ এর ইংরেজি ১ম পত্রের একটি প্রশ্নপত্র সংগ্রহ করে সেটির মূল অংশ ঝাপসা করে এইচএসসি-২০২৩ এর প্রশ্ন দাবিতে প্রচার করা হচ্ছে।

প্রশ্নপত্র যাচাই ২

এসএসসি-২০২৩ এর ইংরেজি ১ম পত্রের প্রশ্নপত্র দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত দ্বিতীয় প্রশ্নটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ‘teachingbd24.com’ নামের একটি ওয়েবসাইটে ২০১৯ সালের ১৯ মার্চ প্রকাশিত একটি প্রবন্ধে (আর্কাইভ) একটি প্রশ্ন খুঁজে পাওয়া যায়।

Image Comparison By Rumor Scanner

এই প্রশ্নপত্রের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি-২০২৩ এর ইংরেজি ১ম পত্রের প্রশ্নপত্র দাবিতে প্রচারিত প্রশ্নপত্রটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে প্রদত্ত তথ্যমতে, উক্ত প্রশ্নপত্রটি ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ঢাকা, দিনাজপুর, যশোর এবং সিলেট বোর্ডের ইংরেজি ১ম পত্রের প্রশ্নপত্র।

পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধানে, এসএসসি-২০২৩ এর ইংরেজি ১ম পত্রের কথিত প্রশ্নপত্র প্রচারকারী ব্যক্তি Anaf Al Siam এর ফেসবুকে এইচএসসি ২০২৩ এর ইংরেজি ১ম পত্রের প্রশ্নের দাবিতে দেওয়া প্রদত্ত পোস্টটির  Edit History বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টটিতে শুরুতে কোনো প্রশ্নের ছবি যুক্ত ছিল না। তবে ২১ আগস্ট সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে তিনি একটি প্রশ্নের ছবি যুক্ত করেন। 

পরবর্তীতে একইদিন রাত ৮ টা ২৮  মিনিট ও ১১ টা ৪৯  মিনিটে পোস্টটি সম্পাদনা করা হয় এবং সবশেষ ২২ তারিখে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা শেষে মূল প্রশ্নপত্রের ছবি যুক্ত করেন। 

Screenshot from Facebook

অর্থাৎ উক্ত ব্যক্তি প্রশ্ন ফাঁসের বিষয়টিকে বিশ্বাসযোগ্য করতে প্রথমে একটি পুরানো প্রশ্ন সংগ্রহ করে সেটির ছবি দিয়ে তার কাছে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্ন আছে দাবি করে। এই দাবিটিকে আরও বিশ্বাসযোগ্য করতে ২২ আগস্ট ইংরেজি ১ম পত্রের পরীক্ষা শেষে আগে প্রশ্নের ছবিটি মূল প্রশ্নপত্রের ছবি দিয়ে প্রতিস্থাপন করে। 

প্রসঙ্গত, পূর্বেও একই পদ্ধতিতে চলমান এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের প্রশ্ন ফাঁসের গুজব প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

উল্লেখ্য, চলতি বছরের চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, ২২ আগস্ট এইচএসসি-২০২৩ এর ইংরেজি – ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত। এই পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার একদিন আগে থেকেই ফেসবুকে দুইটি প্রশ্নপত্র প্রচার করে দাবি করা হয় যে, এইচএসসি-২০২৩ এর ইংরেজি – ১ম পত্রের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং উক্ত পোস্টগুলোর সাথে প্রশ্নপত্রের ছবিও যুক্ত করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত প্রশ্নপত্রের ছবিগুলো চলমান এইচএসসি পরীক্ষার নয় বরং প্রশ্নের ছবিগুলো পুরানো এবং পুরো বিষয়টিকে বিশ্বাসযোগ্য করতে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টগুলো এডিট/সম্পাদনা করে পুরানো প্রশ্নগুলো সরিয়ে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি যুক্ত করা হয়।

সুতরাং, এইচএসসি-২০২৩ পরীক্ষার ইংরেজি ১ম পত্রের প্রশ্ন ফাঁস হয়েছে শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img