সম্প্রতি, ভারতের অযোধ্যার রাম মন্দিরের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ভারতের অযোধ্যার রাম মন্দিরের নয় বরং এটি ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দিরের ভিডিও।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণ করে ভিডিওটিতে ‘Banarashi Bhaukal’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করে Banarasi Bhaukal নামক একটি ফেসবুক পেজে গত ১২ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচ্য ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দিরের।
পরবর্তীতে আলোচ্য ভিডিওটির সাথে প্রেম মন্দিরের গুগল স্যাটেলাইট ভিওয়ের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে গত ২১ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে অযোধ্যার রাম মন্দিরের ছবি খুঁজে পাওয়া যায়।

তবে আলোচ্য ভিডিওর সাথে রাম মন্দিরের কোনো মিল পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ভারতের অযোধ্যায় অবস্থিত রাম মন্দির উদ্বোধন করা হয়।
মূলত, গত ১২ জানুয়ারি Banarasi Bhaukal নামক একটি পেজে ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দিরের একটি ভিডিও প্রকাশিত হয়। উক্ত ভিডিও গত ২২ জানুয়ারি ভারতের অযোধ্যার উদ্বোধন হওয়া রাম মন্দিরের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ভারতের উত্তর প্রদেশে অবস্থিত প্রেম মন্দিরের একটি ভিডিও অযোধ্যার রাম মন্দিরের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Banarasi Bhaukal – Facebook Video
- Google – Map
- Hindustan Times – Ayodhya Ram Mandir Highlights: Adityanath visits Karsevakpuram ahead of consecration tomorrow