সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। উক্ত এলাকাসমূহে আটকে পড়া মানুষদের সাহায্য করতে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন উদ্ধারকর্মী দল কাজ করছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার অভিযানের ভিডিও দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বন্যার্তদের উদ্ধার অভিযানে নামা সেনা সদস্যদের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি পুরোনো এবং ভিন্ন প্রেক্ষাপটের।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, اسلامی دنیا নামক ফেসবুক পেজে ২০২২ সালের ৮ আগস্ট প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

তবে ভিডিওটির বিস্তারিত বিবরণীতে উক্ত ভিডিওর ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে জানা যায়নি।
এছাড়া অনুসন্ধানে د افغانستان هوایی ځواک Afghanistan Air Force নামক ফেসবুক পেজে ২০২২ সালের ২ আগস্ট তারিখে একই ভিডিও (আর্কাইভ) প্রকাশ করে আফগানিস্তানের খোস্ত প্রদেশের বন্যার সময়ের দৃশ্য বলে দাবি করা হয়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটির মূল প্রেক্ষাপট উদঘাটন করা না গেলেও ভিডিও প্রকাশের তারিখ থেকে এটা নিশ্চিত যে ভিডিও সম্প্রতি বাংলাদেশে বন্যায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রমের দৃশ্য নয়।
সুতরাং, পুরোনো ভিন্ন ঘটনার ভিডিওকে বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার অভিযানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- اسلامی دنیا – Facebook Post
- د افغانستان هوایی ځواک Afghanistan Air Force – Facebook Video