সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও। এসবের মাঝে সম্প্রতি “সন্ধ্যার পর বোরকা পরে এম্বুল্যান্সে করে ঢাকা ছাড়লো ছাত্রলীগের সাদ্দাম ও ইনান” শীর্ষক তথ্যে বা শিরোনাম অনলাইন গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “সন্ধ্যার পর বোরকা পরে এম্বুল্যান্সে করে ঢাকা ছাড়লো ছাত্রলীগের সাদ্দাম ও ইনান” শীর্ষক তথ্যে বা শিরোনামে অনলাইন পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস কোন ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে দ্য ডেইলি ক্যাম্পাস এর ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে দ্য ডেইলি ক্যাম্পাস এর ফটোকার্ডের ডিজাইন সম্বলিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ৩ আগস্ট ২০২৪।
দ্য ডেইলি ক্যাম্পাস এর লোগোর সূত্র ধরে অনুসন্ধানে দ্য ডেইলি ক্যাম্পাস এর ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। দ্য ডেইলি ক্যাম্পাস এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য দ্য ডেইলি ক্যাম্পাস এর হেড অব নিউজ ইরফান এইচ সায়েমের সাথে কথা বললে তিনি জানান, “এটি ভুয়া ফটোকার্ড। এমন কোনো ফটোকার্ড বা সংবাদ আমরা প্রকাশ করিনি।”
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও আলোচ্য দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি “সন্ধ্যার পর বোরকা পরে এম্বুল্যান্সে করে ঢাকা ছাড়লো ছাত্রলীগের সাদ্দাম ও ইনান” শীর্ষক তথ্যে বা শিরোনাম অনলাইন পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, “সন্ধ্যার পর বোরকা পরে এম্বুল্যান্সে করে ঢাকা ছাড়লো ছাত্রলীগের সাদ্দাম ও ইনান” শীর্ষক তথ্য বা শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- The Daily Campus – Facebook Page
- The Daily Campus – Website
- The Daily Campus – Youtube Channel
- Statement from Irfan H. Sayeem
- Rumor Scanner’s Own Analysis