অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এখনও ফ্লোরিং করে থাকে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ফ্লোরিং করে থাকার নয় বরং তাদের আহত বন্ধুকে দেখতে গিয়ে ভিন্ন ব্যক্তির বাসায় তোলা ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর সাংবাদিক তারেক হাসান নির্ঝরের ফেসবুক অ্যাকাউন্টে আজ (২৭ আগস্ট) একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে তিনি আলোচিত দাবিতে প্রচারিত পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে জানান, “জার্সি পরা ছেলেটা আমার ছোটভাই আসিফ হিমাদ্রী। প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। গতকাল রাতে সচিবালয়ে আনসার সদস্যরা ওর ওপর হামলা চালায়। হাসপাতালে চিকিৎসা শেষে হিমাদ্রী আমার বাসায় আসে। নাহিদ হলো হিমাদ্রীর ব্যাচমেট বন্ধু। হিমাদ্রীর ওপর হামলার খবর পেয়ে নাহিদ আসিফ মাহমুদকে নিয়ে ল্যাবএইড হাসপাতালে যায়। সেখানে না পেয়ে পরে খোঁজ নিয়ে বাসায় এসে বন্ধুকে দেখে গেছে। এটাই। ওদের বন্ধুত্বটাই এখানে প্রধান। আর কিছু না।”
নির্ঝর তার পোস্টে জানান, এই দুই উপদেষ্টা তাদের সরকারি বাসভবনে থাকছেন।
বাংলা ট্রিবিউন এক প্রতিবেদন থেকে জানা যায়, উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের পাশাপাশি সরকারি বাসভবন সুবিধা পাবেন।
উল্লেখ্য, রাজধানীর সচিবালয় এলাকায় গত ২৫ আগস্টে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এখনও ফ্লোরিং করে থাকেন দাবিতে ভিন্ন প্রেক্ষাপটের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Asif Mahmud – Facebook Post
- Tarek Hasan Nirjhor – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis