তুরস্কে গত ০৬ ফেব্রুয়ারি ভূমিকম্প পরবর্তী সময়ে সুনামি আছড়ে পড়ার খবর জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘Republic Bangla’ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে।
‘রিপাবলিক বাংলা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত উক্ত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্প পরবর্তী সময়ে সুনামি হয়নি বরং প্রচারিত ভিডিওটি ২০১৮ সালে ইন্দোনেশিয়ার সুনামির ঘটনার।
গত ০৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় বিধ্বংসী এক ভূমিকম্পে অসংখ্য মানুষের মৃত্যুর খবর আসে গণমাধ্যমে। তুরস্কের সাম্প্রতিক এই ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে তুরস্কে ভূমিকম্প পরবর্তী সময়ে সুনামি হয়েছে জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘Republic Bangla’ গত ০৭ ফেব্রুয়ারি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে।
তুরস্কে ভূমিকম্প পরবর্তী সময়ে সুনামি হয়েছে কিনা এমন তথ্যের বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমেই কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে টুইটারে তুরস্কের দূর্যোগ বিষয়ক সরকারি সংস্থা ‘Republic of Türkiye Ministry of Interior Disaster and Emergency Management (AFAD)’ এর অফিশিয়াল অ্যাকাউন্টে গত ০৬ ফেব্রুয়ারি রাতে প্রকাশিত এক টুইট বার্তা (আর্কাইভ) থেকে জানা যায়, সেদিনের ভূমিকম্পের পর পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে কোনো সুনামির আশঙ্কা নেই।
AFAD এর উক্ত অ্যাকাউন্টে ভূমিকম্প সম্পর্কিত নিয়মিত আপডেট (১১ ফেব্রুয়ারি সংস্থাটি জানিয়েছে, ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের পর এখন পর্যন্ত আরো ১৬৬৬ টি ভূমিকম্প হয়েছে) দেওয়া হলেও সুনামি বিষয়ে পরবর্তীতে আর কোনো তথ্য দেওয়া হয়নি।
অর্থাৎ, তুরস্কে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের ঘটনার পর কোনো সুনামি হয়নি।
পরবর্তীতে রিপাবলিক বাংলা’য় প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে মার্কিন সংবাদমাধ্যম ‘CNN’ এর ওয়েবসাইটে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উপকূলীয় শহর পালুতে (Palu) আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। উক্ত ভূমিকম্পের পরই সুনামি আঘাত হানে। সেই সুনামির দৃশ্য এটি। এই সুনামিতে আট শতাধিক মানুষের মৃত্যু ঘটে।
আলোচিত ভিডিওটি সেসময় অন্যান্য গণমাধ্যমেও (Nbc News, Usa Today, BBC) প্রকাশিত হয়।
মূলত, ২০১৮ সালের ইন্দোনেশিয়ায় শক্তিশালী এক ভূমিকম্পের পরে সুনামি আঘাত হানে। উক্ত সুনামির একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ভূমিকম্প পরবর্তী সময়ে সুনামি হয়েছে দাবি করে উক্ত সুনামির ভিডিও দাবি করে প্রচার করা হচ্ছে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, তুরস্কে গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্প পরবর্তী সময়ে সুনামি হয়নি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পকে কেন্দ্র করে একাধিক গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় সংঘটিত সুনামির ভিডিও ব্যবহার করে সাম্প্রতিক সময়ে তুরস্কের ভূমিকম্প পরবর্তী সময়ে সুনামি হয়েছে দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।