গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর দাবিতে দক্ষিণ চীনের বিভিন্ন বন্দরে জেলেদের সমুদ্রে যাত্রার ভিডিও প্রচার

সম্প্রতি, গাজায় চলমান ইসরায়েলের অবৈধ অবরোধের প্রতিবাদে গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ত্রাণ নিয়ে যাওয়ার নৌ উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। পরবর্তীতে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি ফ্লোটিলা সমর্থনে নৌবহরের দৃশ্য। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে। 

এক্সে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। 

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে। 

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নয় বরং, দক্ষিণ চীনের বিভিন্ন বন্দরে জেলেদের মাছ ধরার মৌসুমে সমুদ্রে যাত্রার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে Real Time China নামের ফেসবুক পেজে গত ০৫ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৪৯ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner 

চীনা ভাষায় প্রকাশিত এই ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এটি চীনের হলুদ সাগর এবং বোহাই সাগরে গ্রীষ্মকালীন মাছ ধরার জাহাজের দৃশ্য। 

এছাড়া, 广州广播电视台 (গুয়াংজু রেডিও এবং টেলিভিশন স্টেশন) নামের আরেক ইউটিউব চ্যানেলে গত ২১ আগস্টে প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির ক্যাপশন থেকে জানা যাচ্ছে, গত ১৬ আগস্ট দক্ষিণ চীন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ইয়াংজিয়াংয়ের ঝাপো মৎস্যবন্দর থেকে জেলেরা নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছে। এ ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে “গুয়াংডংবাসীর সমুদ্র খাদ্যের স্বাধীনতা ফিরে এসেছে” শিরোনামে প্রচার করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম CGTN এর ইউটিউব চ্যানেলে উল্লিখিত তারিখে অর্থাৎ গত ১৬ আগস্টে প্রচার হওয়া এই ইভেন্টের লাইভ স্ট্রিমড ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সাড়ে তিন মাসের গ্রীষ্মকালীন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চীনের গুয়াংডং, গুয়াংশি, ফুজিয়ান ও হাইনান প্রদেশের গুরুত্বপূর্ণ বন্দরে জেলেরা নতুন মাছ ধরার মৌসুমে সমুদ্রে যাত্রা শুরু করেছে, যা স্থানীয় সামুদ্রিক খাদ্য ও জেলেদের ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। 

অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে সাম্প্রতিক সময়ে নৌ উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে এই ভিডিওটির কোনো সম্পর্ক নেই। 

সুতরাং, দক্ষিণ চীনের বিভিন্ন বন্দরে জেলেদের মাছ ধরার মৌসুমে সমুদ্রে যাত্রার ভিডিওকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img