শনিবার, অক্টোবর 5, 2024
spot_img

এটি চীনের কৃত্রিম সূর্য উৎক্ষেপণের ভিডিও নয়

সম্প্রতি, “চীন তার তৈরিকৃত কৃত্রিম সূর্য আকাশে উড্ডয়নের দৃশ্য প্রকাশ।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চীনের কৃত্রিম সূর্য উৎক্ষেপণ করার নয় বরং এটি চীনের লংলাউ শহরের ওয়েনচাং উপগ্রহ কেন্দ্র হতে রকেট উৎক্ষেপণের সময়ে নিকটবর্তী সমুদ্রসৈকত থেকে এক দর্শনার্থী কর্তৃক ধারণ করা একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, RapTV ও Auxgod নামের দুইটি টুইটার একাউন্টে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে ব্যবহারকারীরা টুইটগুলোর কমেন্ট সেকশনে ভিডিওটিকে চীনের লংলাউ শহরের উপগ্রহ কেন্দ্র হতে রকেট উৎক্ষেপণের ভিডিও দাবিতে মন্তব্য করেছে।

উক্ত মন্তব্যগুলোর ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, SpaceNews নামের একটি ওয়েবসাইটে ২০২১ সালের ২৩ ডিসেম্বরে ‘Long March 7A launches classified Shiyan-12 satellites‘ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from SpaceNews website

উক্ত প্রতিবেদনে প্রতিবেদকের টুইটার একাউন্ট থেকে প্রকাশিত টুইটে রকেট উৎক্ষেপণের একটি ভিডিও সংযুক্ত রয়েছে।

পাশাপাশি, চীনের স্টেট এফিলিয়েটেড মিডিয়া China Perspective এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও Long March 7A রকেট উৎক্ষেপণের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, বিস্তর অনুসন্ধানের মাধ্যমে একজন চীনা নাগরিকের টুইটার একাউন্টে ২০২১ সালের ২৩ ডিসেম্বরে ‘ 现场观摩火箭发射异常震撼 ‘(অনুবাদ: রকেট উৎক্ষেপণের লাইভ পর্যবেক্ষণ ছিল খুবই মর্মান্তিক) চায়না ভাষায় প্রকাশিত একটি টুইটে আলোচিত ভিডিওটির একই জায়গার ভিন্ন কোণ থেকে ধারণ করা একই ধরণের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

অন্যদিকে চীনের সংবাদ মাধ্যম XinhuaNet এর অনলাইন সংস্করণে ২০২০ সালে “Discover China: Space launch viewing brings tourist boom to coastal town” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে বলা হয়েছে, লংলাউ শহরের ওয়েনচাং উপগ্রহ কেন্দ্র শহরে পর্যটক টানছে, সেখানে লোকজন সমুদ্রসৈকতে জড়ো হয়ে রকেট উৎক্ষেপণের দৃশ্য অবলোকন করতে পারছে।

Screenshot from XinhuaNet website

মূলত, চীনের ওয়েনচাং উপগ্রহ কেন্দ্র থেকে লংমার্চ 7A রকেট উৎক্ষেপনকালে ঐ উপগ্রহ কেন্দ্রের নিকটবর্তী একটি সমুদ্র সৈকত থেকে এক দর্শনার্থী কর্তৃক ধারণ করা রকেট উৎক্ষেপণের দৃশ্যকেই সামাজিক মাধ্যমে চীনের সৃষ্টি কৃত্রিম সূর্য আকাশে উড্ডয়নের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।

আরো পড়ুনঃ ডিজিটাল অ্যানিমেশনকে বেইজিংয়ে নতুন বছর উৎযাপনের বাস্তব ভিডিও দাবিতে প্রচার

এদিকে চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের হেফেই ইনস্টিটিউট অফ ফিজিক্যাল সায়েন্স সেন্টারে মূলত কৃত্রিম সূর্য নিয়ে গবেষণার কাজ চলছে কিন্তু ওয়েনচাং উপগ্রহ কেন্দ্র এবং এর নিকটবর্তী সমুদ্র সৈকতটি দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অবস্থিত।

সূর্য
Screenshot from CGTN website

উল্লেখ্য, চীনের আনহুই প্রদেশের হফেই শহরের ‘এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টকামাক (ইএএসটি)’ নামের নিউক্লীয় ফিউশন চুল্লিতে কৃত্রিম সূর্য তৈরির লক্ষ্যে গবেষণা কাজ চালাচ্ছেন গবেষকরা। সাম্প্রতিক পরীক্ষণে চীনের কৃত্রিম সূর্য প্রায় ৭ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করে যা আসল সূর্যের প্রায় পাঁচ গুণের কাছাকাছি এবং এই তাপ প্রায় ১৮ মিনিট পর্যন্ত ধরে রাখতে সফল হয়েছেন গবেষকরা। এ ধরনের গবেষণাগারকে কৃত্রিম সূর্য বলার কারণ সেখানে মূল সূর্যের নিউক্লীয় ফিউশনের প্রক্রিয়া অনুকরণ করা হয়। অর্থাৎ সূর্যের শক্তি উৎপন্নের প্রক্রিয়া অনুসরণ করে এই কৃত্রিম সূর্য তৈরি করা হচ্ছে।

সুতরাং, চীনের ওয়েনচাং উপগ্রহ কেন্দ্র থেকে লং মার্চ 7A রকেট উৎক্ষেপণের সময়ে ধারণকৃত একটি ভিডিওকে বর্তমানে চীনের কৃত্রিম সূর্য উড্ডয়নের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: চীনের তৈরি সূর্য আকাশে উড্ডয়নের দৃশ্য
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Space News: https://spacenews.com/long-march-7a-launches-classified-shiyan-12-satellites/
  2. Andrew Jones tweet: https://twitter.com/AJ_FI/status/1473972502539948032?s=20
  3. China Perspective tweet: https://twitter.com/China_Fact/status/1474202001755893762?t=iAzC05PaXsOwOGev0FBRTg&s=19
  4. China Person Tweet: https://twitter.com/turbo830130/status/1474054246186516480?s=20
  5. Xinhuanet: http://www.xinhuanet.com/english/2020-07/24/c_139237883.htm
  6. Prothomalo: https://www.prothomalo.com/fun/%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A-%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3
  7. CGTN: https://news.cgtn.com/news/2021-01-24/In-China-s-aerospace-city-farmers-rediscover-an-ancient-art-XjnAhIPfC8/share_amp.html
  8. Xinhuanet: http://www.xinhuanet.com/english/20211231/c4fad387ef0745c18aedee05eed1414d/c.html
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img