ডিজিটাল অ্যানিমেশনকে বেইজিংয়ে নতুন বছর উৎযাপনের বাস্তব ভিডিও দাবিতে প্রচার

সম্প্রতি “বেইজিং এ নতুন বছর উদযাপন” শীর্ষক শিরোনামে উক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বেইজিংয়ে নতুন বছর উৎযাপন দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং ভিডিওটি পূর্ব চীনের কিংদাও শহরের বাস্তব দৃশ্যের সাথে ডিজিটাল অ্যানিমেশন যুক্ত করে তৈরি করা হয়েছে।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম CCTV Video News Agency এর ইউটিউব চ্যানেলে গত ০২ জানুয়ারীতে “Qingdao Stages Light, Fireworks Show to Welcome New Year” শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

সেখানে ভিডিওটির বিবরণী হতে জানা যায়, আলোচিত ভিডিওটি অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

বিস্তর অনুসন্ধানের জন্য চাইনীজ সার্চ ইঞ্জিন ‘বাইডু‘ – তে স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে চাইনীজ গণমাধ্যম sina.com.cn এ “Qingdao’s New Year’s Eve Light and Shadow Show is out! “Cultural Tourism + Technology” Opens a New Era of Cultural Tourism Metaverse” শিরোনামে (অনুবাদিত) প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ডিজিটাল

মূলত, Jindong Digital Creation এবং Renjiajian নামের দুটি ক্রিয়েটিভ কোম্পানি পূর্ব চীনের শহর কিংদাও এ অবস্থিত কিংদাও টিভি টাওয়ারের বাস্তব দৃশ্য এবং অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির সাথে ডিজিটালি অ্যানিমেটেড পদ্ধতি ব্যবহার করে ভিডিওটি তৈরি করেছে।

আরো পড়ুনঃ ভিডিওটি CGI পদ্ধতিতে নির্মিত, বাস্তব টর্নেডোর নয়

অর্থাৎ, পূর্ব চীনের কিংদাও শহরের বাস্তব দৃশ্যের সাথে ডিজিটাল অ্যানিমেশন যুক্ত করে তৈরি করা ভিডিওকে সম্প্রতি বেইজিংয়ে নতুন বছর উৎযাপনের বাস্তব ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: বেইজিং এ নতুন বছর উদযাপন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. CCTV Video News Agency: https://www.youtube.com/watch?v=-l7KXEMRYrM
  2. Baidu: https://graph.baidu.com/pcpage/similar?originSign=1268abd48c072a7382bcb01641990827&srcp=crs_pc_similar&tn=pc&idctag=gz&sids=10004_10521_10968_10974_11031_17851_17070_18101_17201_17202_18310_19300_19199_19162_19220_19216_19230_19268_19281_19550_19660_19670_19790_19800_19807_20004_20012_20020_10000&logid=2483059405&gsid=&entrance=general&tpl_from=pc&pageFrom=graph_upload_pcshitu&image=http%3A%2F%2Fmms2.baidu.com%2Fit%2Fu%3D2351952732,3119826404%26fm%3D253%26app%3D120%26f%3DJPEG%3Fw%3D506%26h%3D500&carousel=503&index=1&page=1&shituToken=a60ac8
  3. Sina.com.cn: http://k.sina.com.cn/article_2490325853_946f5b5d02700vef9.html

আরও পড়ুন

spot_img