সম্প্রতি “When the sky meets the ocean” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
টিকটকে ভাইরাল ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাগর-আকাশের মিলিত হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং ভিডিওটি CGI (Computer-Generated Imagery) পদ্ধতিতে নির্মিত।
ভিডিও সার্চিং প্রযুক্তির সহায়তায়, ২০১৮ সালের ২২ ডিসেম্বরে ‘orphicframer’ নামের একটি ইউটিউব চ্যানেলে “Tornado in Jersey, Channel Islands (CGI simulation)(TikTok)” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। একই ভিডিও ‘orphicframer’ নামের টিকটক এবং ইন্সটাগ্রাম আইডিতেও খুঁজে পাওয়া গিয়েছে।
View this post on Instagram

মূলত, orphicframer একজন CGI/VFX আর্টিস্ট। তার ইন্সটাগ্রাম এবং টিকটক আইডিতে বিষয়টি উল্লেখ করেছেন তিনি। এছাড়াও orphicframer এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে এই জাতীয় ততোধিক CGI ভিডিওর অস্তিত্ব রয়েছে।
উল্লেখ্য, কোন প্রযুক্তি এবং সরঞ্জামের সমন্বয়ে তিনি ভিডিওটি তৈরি করেছেন তা তার ইউটিউবে প্রকাশিত ভিডিওটির বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও ২০১৯ সালের ৮ জুনে তিনি তার ইন্সটাগ্রাম আইডির হাইলাইটসে মূল ফুটেজ সহ সম্পূর্ণ ভিডিও তৈরির ব্রেকডাউন দৃশ্য প্রকাশ করেছেন।
অর্থাৎ, CGI পদ্ধতিতে নির্মিত একটি ভিডিওকে সাগর-আকাশের মিলিত হওয়ার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: When the sky meets the ocean
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]