ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার নয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘদিন ধরে “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোটবেলার ছবি।” শীর্ষক শিরোনামে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি প্রচার হয়ে আসছে।

বিভিন্ন সময়ে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার ছবির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যটি সত্য নয় বরং এটি গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা আশিক উকিলের কন্যার ছবি।

ছবিটির সত্যতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস তার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে গত ১৪ অক্টোবর একটি স্ট্যাটাস দেন৷ 

স্ট্যাটাসটিতে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছবি দু’টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু নিচে পোস্ট করা ছবি দু’টি মাননীয় প্রধানমন্ত্রীর নয়।”

অপরদিকে ছবিটির প্রকৃত সত্যতা যাচাইয়ে দেখা যায়, এটি গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা আশিক উকিলের কন্যার ছবি।

এ প্রসঙ্গে আশিক উকিল গত ৪ আগস্ট তার ফেসবুক একাউন্টে ছবিগুলো নিয়ে একটি স্ট্যাটাস দেন৷ 

স্ট্যাটাসটিতে আশিক উকিল জানান, “এই ছবিটা আমার ছোট মেয়ের ছবি ৷ বামের প্রথম ছবিটা আমি ২০১৪ সালে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম ৷ তার কিছুদিন পর ছবিটা বিভিন্ন জনে বিভিন্ন গ্রুপ বা পেইজে মাননীয় প্রধানমন্ত্রীর ছোটবেলার ছবি বলে পোস্ট দিয়ে ভাইরাল করে ফেলে ৷ আসলে ছবিটা আমার ছোট মেয়ের ৷”

মূলত, সাইকেলের ওপর বসে থাকা কন্যা শিশুর আলোচিত ছবিটি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বেলার ছবি দাবিতে ফেসবুকে প্রচার হয়ে আসছে। তবে গত ৪ আগস্ট গাজীপুরের বাসিন্দা আশিক উকিল এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, আলোচিত ছবিটি তার মেয়ের ছোট বেলার ছবি। পরবর্তীতে আজ ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস তার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে আলোচিত ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয় বলে নিশ্চিত করেন। এছাড়া গতকাল ১৪ অক্টোবর এক ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কোন মাধ্যমেই নিজস্ব কোন আইডি নেই। প্রধানমন্ত্রীর নামে খোলা প্রতিটি আইডিই ভুয়া।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। এ নিয়ে গত ১৪ অক্টোবর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এক ফেসবুক স্ট্যাটাসে জানান, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কোন মাধ্যমেই নিজস্ব কোন আইডি নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নামে খোলা প্রতিটি আইডিই ভুয়া। সুতরাং ভুয়া আইডি’র ভুয়া পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না।”

সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার ছবি দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img