কুয়েটে ছাত্রদল ও সমন্বয়কদের সংঘর্ষ দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে গতকাল ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। যাতে অসংখ্য শিক্ষার্থী আহত হন। এর প্রেক্ষিতে সম্প্রতি, ‘কুয়েটে ছাত্রদল বনাম সমন্বয়ক রেসলিং’ দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং ভারতের মধ্যপ্রদেশের পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটি নিয়ে অনুসন্ধানে P-star creation নামের একটি Dailymotion অ্যাকাউন্টে প্রায় সাত বছর পূর্বে ‘Indian street fight video||Very funny Video Part-7||Try_Not_to_laugh’ শিরোনামে প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর শিরোনামে এটি ভারতের বলে দাবি করা হয়। 

Screenshot: Dailymotion

পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০১৮ সালের ১৮ জুন প্রকাশিত ‘Flower vendors clash outside Ujjain’s Mahakaleshwar Temple’ শিরোনামের প্রতিবেদনে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

প্রতিবেদন থেকে জানা যায়, এটি ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের বাইরে ফুল বিক্রেতাদের সংঘর্ষ। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরের বাইরে বেশি বিক্রি করার জন্য ফুল বিক্রেতারা একে অপরকে মারধর করে। কেবল পুরুষরাই নয়, মহিলারাও প্রকাশ্যে একে অপরের সাথে মারামারি করে। পরে পুলিশ বিক্রেতাদের থানায় নিয়ে যায় এবং উভয় দলের বিরুদ্ধে মামলা দায়ের করে।

সুতরাং, ২০১৮ সালের ভারতে ফুল বিক্রেতাদের মারামারির ঘটনার ভিডিওকে বাংলাদেশে কুয়েটে ছাত্রদল বনাম সমন্বয়ক রেসলিংয়ের সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img