সম্প্রতি “ব্রেকিং নিউজ, গুচ্ছে থাকছে না জিপিএ এর উপর কোনো নম্বর” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গুচ্ছে জিপিএ’র উপর কোনো নাম্বার না থাকার বিষয়টি সত্য নয় বরং গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জিপিএ’র উপর নাম্বার রাখা হয়েছে।
গুচ্ছে জিপিএ’র উপর কোনো নাম্বার না থাকার বিষয়টির সত্যতা যাচাইয়ে অনলাইন পোর্টাল The Daily Campus এ গত ২৯ সেপ্টেম্বর “গুচ্ছ ভর্তিতে জিপিএ নম্বর রাখা নিয়ে যা বললেন শাবিপ্রবি ভিসি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনটি থেকে জানা যায়, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় জিপিএ নম্বর রাখা না রাখার বিষয়ে স্ব স্ব বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে গুচ্ছ কমিটি কোনো হস্তক্ষেপ করবে না। গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ২৯ সেপ্টেম্বর আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, আগামী ১৭ অক্টোবর থেকে গুচ্ছের ভর্তি আবেদন শুরু হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৩ অথবা ১৪ অক্টোবর।
পরবর্তীতে গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি যাচাই করে দেখা যায়, বিশ্ববিদ্যালয়গুলোতে জিপিএ’র উপর নাম্বার রাখা হয়েছে। যেমন, গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তিতে জিপিএ’র উপর এসএসসি ও এইচএসসি থেকে ১০ করে মোট ২০ নাম্বার রাখা হয়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জিপিএ নিয়ে বলা হয়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের সাথে এসএসসি এবং এইচএসসির জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে ইউনিট ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জিপিএ নিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়টিতে মেধাতালিকা তৈরি করা হবে ২০০ নম্বরের ভিত্তিতে। এসএসসি বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ, এইচএসসি বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহের ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যায়, এই বিশ্ববিদ্যালয়ে জিপিএ’তে ৩০ মার্কস (এসএসসি ১২ এবং এইচএসসি ১৮)। এসএসসির জিপিএকে ২.৪ এবং এইচএসসির জিপিএকে ৩.৬ দিয়ে গুণ দিতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জিপিএ নিয়ে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, এসএসসি বা সমমান থেকে ১০ ও এইচএসসি বা সমমান থেকে ১০ মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা করা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভর্তি বিজ্ঞপ্তিতে জিপিএ নিয়ে বলা হয়, ২০২১-২০২২ এ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের সাথে মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ স্কোরের ২ গুণ যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
আবার খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জিপিএ নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় জিপিএ নম্বর নিয়ে আলাদা আলাদা সিদ্ধান্তে বিজ্ঞপ্তি দিয়েছে।
মূলত, গত ২৯ সেপ্টেম্বর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় জিপিএ নম্বর রাখা না রাখার বিষয়ে গুচ্ছ কমিটি কোনো হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন। পরবর্তীতে গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসন্ধান করে দেখা যায়, বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির জন্য জিপিএ নিয়ে আলাদা আলাদা সিদ্ধান্ত নিয়েছে। যেমন, জগন্নাথ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জিপিএ তে বিশ, ময়মনসিংহের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে জিপিএ তে ত্রিশ নাম্বার রাখা হয়েছে। আবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ও জিপিএ সহ ২০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো জিপিএ নিয়ে আলাদা আলাদা সিদ্ধান্ত নিয়েছে।
সুতরাং, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে জিপিএ’র উপর কোনো নাম্বার না থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The Daily Campus: গুচ্ছ ভর্তিতে জিপিএ নম্বর রাখা নিয়ে যা বললেন শাবিপ্রবি ভিসি
- Comilla University: https://cou.ac.bd/undergraduate_admissioncircular
- MBSTU: https://mbstu-admission.net/
- NSTU: https://admission.nstu.edu.bd/
- NU: https://nuadmission.online/admission_notice.php
- JNU: https://admission.jnu.ac.bd/
- KU: https://ku.ac.bd/
- BRUR: BRUR website