সম্প্রতি “আর্জেন্টিনা বিটিএস একই রক্তের ভাইভাই” শিরোনামে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরিহিত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস সদস্যদের দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরিহিত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস সদস্যদের আলোচিত ছবি দুইটি এডিটেড অর্থাৎ মূল ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে উক্ত ছবিগুলো তৈরি করা হয়েছে।
প্রথম ছবি যাচাই
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ২০১৮ সালের ২৩ এপ্রিলে প্রকাশিত একটি টুইটে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

দ্বিতীয় ছবি যাচাই
একইভাবে ‘N22’ নামের একটি টুইটার অ্যাকাউন্টে ২০১৮ সালের ১৪ নভেম্বরে প্রকাশিত একটি টুইটে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। এছাড়া, ২০১৮ সালের ২৬ নভেম্বরে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম Metro এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

মূলত, ইন্টারনেট থেকে কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস সদস্যদের দুইটি ছবি সংগ্রহ করে সেগুলো ডিজিটাল পদ্ধতির সহায়তায় বিকৃত/এডিট করে তাদের পরিহিত পোশাককে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সিতে রুপান্তরিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Also Read: ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনার পার্থক্য সম্পর্কিত পরিসংখ্যানটি মিথ্যা
তাছাড়া, ইন্টারনেটে বিটিএসের সদস্যগন কোন ফুটবল দল সমর্থন করে তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য খুঁজে পাওয়া গেলেও তারা বাস্তবে কোন ফুটবল দল সমর্থন করে সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো সূত্র খুঁজে পাওয়া যায় নি।
উল্লেখ্য, বিটিএস দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় কে-পপ ব্যান্ড। বিটিএস এর পূর্ণরুপ Bangtan Boys (ব্যাংটন বয়েজ) অথবা Bangtan Sonyandan (ব্যাংটন সোনিয়ান্দন)।
সুতরাং, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরিহিত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস সদস্যদের আলোচিত ছবি দুইটি এডিটেড।
তথ্যসূত্র
- Bts on Twitter – https://twitter.com/bts_bighit/status/988416510572969988
- N22 on Twitter – https://twitter.com/N22_btsdiary/status/1062695322646790144
- Metro.co.uk – https://metro.co.uk/2018/11/26/record-breaking-bts-burn-the-stage-movie-gets-worldwide-release-date-8178801/
- Britannica – https://www.britannica.com/topic/BTS