শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনার পার্থক্য সম্পর্কিত পরিসংখ্যানটি মিথ্যা

সম্প্রতি “ফিফা বিশ্বকাপ ব্রাজিল Vs আর্জেন্টিনার পার্থক্য” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি পরিসংখ্যান ছড়িয়ে পড়েছে।

ব্রাজিল

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানেএখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনার পরিসংখ্যান দাবিতে প্রচারিত আলোচিত পরিসংখ্যানটি সত্য নয় বরং এটি সম্পূর্ণ বানোয়াট একটি পরিসংখ্যান।

অনুসন্ধানের মাধ্যমে, বিশ্বকাপ ফুটবলের শুরু থেকে সর্বশেষ বিশ্বকাপ পর্যন্ত এর সকল পরিসংখ্যান worldfootball.net  ও The Soccer World Cups এর ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়। উক্ত ওয়েবসাইটে ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনার পরিসংখ্যানও লক্ষ্য করা যায়। পরিসংখ্যান মতে ব্রাজিল সর্বশেষ (২০১৮) অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপে ম্যাচ খেলেছে ১০৯টি, এর মধ্যে জয়লাভ করেছে ৭৩ টিতে, হেরেছে ১৮ টিতে এবং সমসংখ্যক ম্যাচে ড্র করেছে। দলটি বিশ্বকাপে ২২৯টি গোল দিয়েছে এবং তাদের বিপক্ষে ভিন্ন দলের করা গোলের সংখ্যা ১০৫টি। বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের মোট অর্জিত পয়েন্ট ২৩৭।

অন্যদিকে, আর্জেন্টিনা সর্বশেষ (২০১৮) অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপে ম্যাচ খেলেছে ৮১টি, এর মধ্যে জয়লাভ করেছে ৪৩ টিতে, হেরেছে ২৩ টিতে এবং ১৫ টি ম্যাচে ড্র করেছে। দলটি বিশ্বকাপে ১৩৭টি গোল দিয়েছে এবং তাদের বিপক্ষে ভিন্ন দলের করা গোলের সংখ্যা ৯৩ টি। বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার মোট অর্জিত পয়েন্ট ১৪৪।

এছাড়া, দুই দলের মধ্যে ব্রাজিল সর্বশেষ ২০১৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সকল অর্থাৎ ২১ টি  বিশ্বকাপে অংশগ্রহণ করেছে অন্যদিকে আর্জেন্টিনা ১৭ টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২২- এ দুই দলই বাছাই পর্ব অতিক্রম করে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফিফা বিশ্বকাপের শুধুমাত্র বাছাই পর্ব শেষ হয়েছে এবং গ্রুপ পর্ব নভেম্বর মাসে শুরু হবে। তাই আসন্ন এই বিশ্বকাপের কোনো পরিসংখ্যান এই আর্টিকেলে সংযুক্ত করা হয়নি। 

Also Read: ব্রাজিলের পতাকা হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড

মূলত, পরিসংখ্যানের দিক থেকে ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা বেশি সফল এটি বোঝাতে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই এখন পর্যন্ত অনুষ্ঠিত সকল ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে তৈরি একটি ভুয়া পরিসংখ্যান ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ‘ফিফা বিশ্বকাপ ব্রাজিল Vs আর্জেন্টিনার পার্থক্য’ শিরোনামে ফেসবুকে ছড়িয়ে পড়া আলোচিত পরিসংখ্যানটি বানোয়াট এবং মিথ্যা।

তথ্যসূত্র

  • Thesoccerworldcups-

https://www.thesoccerworldcups.com/national_teams/brazil_national_team.php

https://www.thesoccerworldcups.com/national_teams/argentina_national_team.php

  • Worldfootball.net-

https://www.worldfootball.net/alltime_table/wm/

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img