আওয়ামী নবীন ছাত্র সংগঠন দাবিতে আ’লীগের ভুয়া অঙ্গ সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি প্রচার 

সম্প্রতি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন দাবিতে “আওয়ামী নবীন ছাত্র সংগঠন” নামের একটি সংগঠন  প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতো দ্বারা আওয়ামী নবীন ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে আওয়ামী নবীন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করার উদ্দেশ্যে আগামী ১৯-০৯-২০২৫ তারিখ শুক্রবার রাত ৮.০০মি ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে।

আওয়ামী নবীন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে যারা থাকতে চান তাদের এই ভার্চুয়াল সম্মেলনে উপস্থিত থাকার জন্য জানানো যাচ্ছে। 

অর্থাৎ, দাবি করা হচ্ছে এটি আওয়ামী লীগের নতুন অঙ্গ সংগঠন।

প্রেস বিজ্ঞপ্তি যুক্ত করে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের ‘আওয়ামী নবীন ছাত্র সংগঠন’ নামে কোনো অঙ্গ সংগঠন নেই, এমনকি এই নামে নতুন কোনো সংগঠনও ঘোষণা করেনি আওয়ামী লীগ। প্রকৃতপক্ষে, ভুয়া একটি প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে সেখানে আওয়ামী লীগের নাম যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানে ‘আওয়ামী নবীন ছাত্র সংগঠন’ নামে আওয়ামী লীগের কোনো সহযোগী বা অঙ্গ সংগঠনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এমনকি আওয়ামী লীগের ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর তালিকা খুঁজে বের করে রিউমর স্ক্যানার। ২০১৯ সালে প্রকাশিত আওয়ামী লীগের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রে বলা হয়েছে, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ তাঁতী লীগ, বাংলাদেশ যুব মহিলা লীগ ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বলিয়া গণ্য হইবে। তবে জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ তাদের স্ব-স্ব সংগঠনের গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হইবে। 

Image By Rumor Scanner 

এরপর, ২০২৩ সালের জানুয়ারি মাসে মহিলা শ্রমিক লীগকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদা দেওয়া হয়েছিল। 

এদিকে, এর আগে থেকেই আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদায় ছিল জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।

অর্থাৎ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠনের তালিকায় ‘আওয়ামী নবীন ছাত্র সংগঠন’ নামে কোনো সংগঠনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এমনকি সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে এরূপ কোনো সংগঠন গঠনের কোনো  তথ্যও গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। 

সুতরাং, ‘আওয়ামী নবীন ছাত্র সংগঠন’ নামে একটি সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img