সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, “এই মুহূর্তে রাষ্ট্রপতির বাসভবনসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবাই সতর্ক থাকুন, আজ রাতেই সেনাশাসনের নির্দেশ আসতে পারে।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি গত ২৮ আগস্টের। এটি গাজীপুরের শ্রীপুরে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনার পর রাতে সেনাবাহিনীর টহল দেওয়ার সময় ধারণ করা হয়েছিল।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে Saiful Khandorkar নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২৯ আগস্টে প্রকাশিত একটি ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, গাজীপুরের শ্রীপুরে ডিবি পুলিশের হাতে আটক এক আসামিকে সন্ত্রাসীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ সময় তারা পুলিশের গাড়িতে হামলা চালায় এবং তিনজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাটি ২৮ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে উপজেলার টেংরা মোড় এলাকায় ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় সেনাবাহিনীর টহল চলছে বলে ভিডিওর বর্ণনায় উল্লেখ করা হয়েছে।

প্রচারিত ভিডিওটি বিশ্লেষণে, রাস্তার পাশে থাকা “রানা জিম” নামের সাইনবোর্ডটি শনাক্ত করে গুগল ম্যাপে অনুসন্ধান করলে এর অবস্থান গাজীপুরের শ্রীপুরের মাওনা রোড এলাকায় পাওয়া যায়।
এছাড়া মূল ধারার গণমাধ্যম সময় টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে শ্রীপুরে সংঘটিত আসামি ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে, যা Saiful Khandorkar নামের ব্যক্তির ফেসবুক পোস্টের ক্যাপশনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
সুতরাং, রাষ্ট্রপতির বাসভবন ও আশপাশের এলাকায় সেনাবাহিনী কর্তৃক নিরাপত্তা জোরদার করা হয়েছে শীর্ষক দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Saiful Khandorkar – Facebook Post
- সময় নিউজ – কয়েক দফা হামলা চালিয়ে ডিবির হাত থেকে শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা