ব্রাজিলের পতাকা হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড

সম্প্রতি, “ব্রাজিল মানে অনেক ভালো খেলোয়ার ব্রাজিল মানে ব্রাজিল কারো আশায় থেমে থাকে না” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের ব্রাজিলের পতাকা নয় বরং মূল ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে বাংলাদেশের পতাকার জায়গায় ব্রাজিলের পতাকা বসানো হয়েছে।

রিভার্স সার্চ পদ্ধতির মাধ্যমে, ইংরেজি ভাষার অনলাইন সংবাদমাধ্যম ‘Daily Asian Age’ এর ওয়েবসাইটে ২০১৭ সালের ৩১আগষ্ট “PM greets Tigers on Test win” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

ব্রাজিল
Screenshot Daily Asian Age

পরবর্তীতে, কিওয়ার্ড সার্চের মাধ্যমে, সংবাদমাধ্যম বিবিসি বাংলার ওয়েবসাইটে ২০১৭ সালের ৩০ আগস্ট ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে গেলো বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

মূলত, ২০১৭ সালে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো টেস্ট জয়ের সময় দর্শক স্ট্যান্ডে বাংলাদেশের জাতীয় পতাকা নেড়ে উল্লাসিত টাইগারদের সমর্থন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে ধারণকৃত একটি ছবি সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে বাংলাদেশের পতাকার বদলে ব্রাজিলের পতাকা বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Also Read: মদের দোকানের সাইনবোর্ডে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিটি এডিটেড

উল্লেখ্য, দেশীয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় বিশ্বকাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ফুটবল খেলায় ব্রাজিল দলের সমর্থন করেন। ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপ-প্রেস সচিব প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর পছন্দের দল ব্রাজিল। এক সময় পেলের খেলা তাঁর ভালো লাগতো। তবে তিনি আর্জেন্টিনার খেলাও পছন্দ করেন। বিশেষ করে মেসির খেলা তাঁর খুবই পছন্দ।”

সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের পতাকার একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে তাতে ব্রাজিলের পতাকা বসিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Daily Asian Age: PM greets Tigers on Test win | The Asian Age Online, Bangladesh 

BBC Bangla: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে গেলো বাংলাদেশ
প্রথম আলো: তিন নেত্রীই ব্রাজিল! | প্রথম আলো

আরও পড়ুন

spot_img