সম্প্রতি, ৫ লক্ষ টাকার লোভে মা মেয়েকে জোর করে তালাক দেওয়ালো শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ৫ লক্ষ টাকার লোভে মা মেয়েকে জোর করে তালাক দেওয়ানোর ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি সত্য নয়। প্রকৃতপক্ষে আলোচিত ভিডিওটি Ts Tv Bd নামক একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত স্ক্রিপ্টেড ভিডিও। যাকে উক্ত চ্যানেলটি নাটক বলে দাবি করছে। আলোচিত ভিডিওটি ব্যতীতও চ্যানেলটিতে এ ধরনের বহু ভিডিও রয়েছে।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক নানা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Ts Tv Bd নামক একটি ইউটিউব চ্যানেলে গত ৩১ আগস্ট কাবিনের ৫ লাখ টাকার জন্য মেয়েকে তালাক দেওয়ার জন্য বাধ্য করল মা।#viral video#viralNatok #new Natok# শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল রয়েছে।
ভিডিওটির শিরোনাম এবং বিস্তারিত তথ্য থেকে জানা যায় যে, ভিডিওটি মূলত একটি স্ক্রিপ্টেড নাটক। উক্ত চ্যানেলটি ছোট নাটক, কমেডি ভিডিও ছাড়াও নানা ধরনের ভিডিও কনটেন্ট তাদের চ্যানেলে প্রচার করে থাকে।
পরবর্তীতে চ্যানেলটিতে প্রচারিত বেশকিছু ভিডিও পর্যালোচনা করে রিউমর স্ক্যানারে টিম। এতে দেখা যায়, আলোচিত ভিডিওতে অভিনয় করা ব্যক্তিরা চ্যানেলে প্রচারিত অন্যান্য ভিডিওতেও রয়েছেন।

অর্থাৎ, ৫ লক্ষ টাকার লোভে মা মেয়েকে জোর করে তালাক দেওয়ানোর ভিডিওটি স্ক্রিপ্টেড।
মূলত, Ts Tv Bd নামক একটি ইউটিউব চ্যানেল পারিবারিক নানা বিষয় নিয়ে ছোট ছোট নাটক তাদের ইউটিউব চ্যানেলে প্রচার করে থাকে। তারই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট ‘কাবিনের ৫ লাখ টাকার জন্য মেয়েকে তালাক দেওয়ার জন্য বাধ্য করল মা’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও তাদের চ্যানেলে প্রচার করা হয়। এরপর থেকে উক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শিরোনাম ব্যবহার করে বাস্তব ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ৫ লক্ষ টাকার লোভে মা মেয়েকে জোর করে তালাক দেওয়ালো শীর্ষক দাবিতে একটি স্ক্রিপটেড ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ts Tv Bd Youtube Channel: (55) কাবিনের ৫ লাখ টাকার জন্য মেয়েকে তালাক দেওয়ার জন্য বাধ্য করল মা।#viral video#viralNatok #new Natok# – YouTube
- Rumor Scanner’s Own Analysis