অযোধ্যা মসজিদ নির্মাণে ব্রিটিশ ধনকুবের আসিফ আজিজ হাজার কোটি টাকা অনুদান দেননি

সম্প্রতি, অযোধ্যার মুহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ নির্মাণে ব্রিটিশ ধনকুব আসিফ আজিজ পাঁচ হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

অযোধ্যা

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ওপার বাংলার ফেসবুক ব্যবহারকারীদের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং  এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই বিষয়ে ভাইরাল একটি  ইন্সটাগ্রাম রিলস ভিডিও (আর্কাইভ) ৩৫ লাখেরও বেশি বার দেখা হয়েছে। এই ভিডিওতে ১ লক্ষ ২০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে মন্তব্যের সংখ্যা ৪০৪ পর্যন্ত পৌঁছেছে, এবং এর মধ্যে অধিকাংশ দর্শকই বিষয়টি সত্য ভেবে মন্তব্য জানিয়েছেন। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের অযোধ্যার মুহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ নির্মাণে ব্রিটিশ ধনকুব আসিফ আজিজের পাঁচ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার তথ্যটি সঠিক নয় বরং মসজিদটি নির্মাণের জন্য এখন অবধি ভারতের বাইরে থেকে কোনো অনুদান পাননি বলে উত্তর প্রদেশের মুসলিম সুন্নি ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন। আসিফ আজিজের পক্ষ থেকেও বিষয়টি গুজব বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে।

আসিফ আজিজ কে?

লন্ডনের ব্যবসা সংক্রান্ত সংবাদপত্র সিটি এ.এম.-এ প্রকাশিত আসিফ আজিজের সাক্ষাৎকারের তথ্য অনুসারে, আসিফ আজিজ একজন লন্ডন-ভিত্তিক বিলিয়নেয়ার উদ্যোগপতি ও দানবীর, যিনি পূর্ব আফ্রিকার দেশ মালাউই থেকে ব্রিটেনে এসে সম্পত্তির বাজারে নিজের নাম করেছেন। তাঁর মালিকানাধীন ক্রাইটেরিয়ন ক্যাপিটাল লন্ডনের নানা ল্যান্ডমার্ক প্রকল্প পরিচালনা করে। আজিজ ফাউন্ডেশন নামে তাঁর একটি দাতব্য প্রতিষ্ঠানও রয়েছে। এই দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি লন্ডনের মুসলিম ছাত্রদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করে থাকেন, যেন তাঁরা আর্থিক সেবা, আইন, শিল্প এবং সাংবাদিকতা মতো ক্ষেত্রে নিজেদের প্রতিনিধিত্ব বাড়াতে পারে।

এই প্রতিবেদনের সূত্রে আসিফ আজিজের দাতব্য প্রতিষ্ঠান আজিজ ফাউন্ডেশনের ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে মসজিদ নির্মাণে অনুদান সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘুরেও এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।

পরবর্তীতে এই বিষয়ে জানতে জনাব আসিফ আজিজের সাথে যোগাযোগ করলে তাঁকে প্রতিনিধিত্ব করা পিআর এজেন্সি রিউমর স্ক্যানার টিমকে জানায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। জনাব আসিফ আজিজ অযোধ্যা মসজিদ, যা মসজিদ মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামেও পরিচিত, এর নির্মাণে কোনো ধরনের অর্থ দান করেননি এবং এর পরিকল্পনা বা অর্থায়নে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি সকল ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানের প্রতি শ্রদ্ধা রাখেন, তবে এই প্রকল্পে তাঁর অর্থনৈতিক অবদান সম্পর্কে করা দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা।

তারা আরও জানায়, জনাব আজিজ এই বিষয়ের সংবেদনশীলতা এবং আয়োধ্যার প্রতি বিভিন্ন ধর্মের মানুষের গভীর আস্থা ও শ্রদ্ধার বিষয়টি বুঝেন এবং শ্রদ্ধা করেন। তিনি এই প্রকল্পের ধর্মীয় বা সাংস্কৃতিক প্রভাব নিয়ে আর কোনো মন্তব্য করতে বা জড়িত হতে চান না।

অযোদ্ধা মসজিদ বা মুহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ

১৯৯২ সাল পর্যন্ত ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বিতর্কিত ধর্মীয় স্থানে দাঁড়িয়ে ছিল বাবরি মসজিদ। সে বছরের ৬ই ডিসেম্বর কাঠামোটি ভেঙে ফেলে কট্টর হিন্দুত্ববাদীরা। ২০১৯ সালে উক্ত ধর্মীয় স্থানটিতে একটি হিন্দু মন্দির বানানোর পক্ষে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সেই রায়ে অযোধ্যার উল্লেখযোগ্য কোনও স্থানে বিকল্প মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াক্ফ বোর্ডকে পাঁচ একর জমি দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। ভেঙে ফেলা বাবরি মসজিদ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অযোধ্যা জেলার ধন্নিপুর গ্রামে নতুন মসজিদ তৈরির জন্য একটি জমি বরাদ্দ করে ভারতের সরকার।

গত ২২ জানুয়ারি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, আগামী মে মাসে অযোধ্যায় নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হতে পারে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামানুসারে মসজিদটির নাম দেওয়া হয়েছে ‘মোহাম্মদ বিন আবদুল্লাহ’। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের (আইআইসিএফ) এই মসজিদ নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধান করছে।

এই মসজিদ নির্মাণে আসিফ আজিজ কিংবা তাঁর দাতব্য প্রতিষ্ঠান আজিজ ফাউন্ডেশন কোনো অনুদান দিয়েছেন কিনা জানতে উত্তর প্রদেশের মুসলিম সুন্নি ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান জুফার আহমদ ফারুকীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।

তিনি বলেন, অযোধ্যার মুহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদের জন্য গঠিত ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টে প্রসিদ্ধ আন্তর্জাতিক ব্যক্তিত্বরা উল্লেখযোগ্য অনুদান দিয়েছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি ভুয়া এবং ভিত্তিহীন। আমরা এখন পর্যন্ত ভারতের বাইরে থেকে কোনো ব্যক্তির কাছ থেকে (অযোধ্যা মসজিদ নির্মাণে) কোনো দান পাইনি।

অনুসন্ধানে জানা যায়, ব্রিটিশ এই ধনকুব আসিফ আজিজকে নিয়ে পূর্বেও ছড়ানো হয়েছিলো গুজব। দাবি করা হচ্ছিল, লন্ডনের আইকনিক ল্যান্ডমার্ক ট্রোকাডেরো ভবন মসজিদে পরিবর্তন করতে যাচ্ছে ধনকুব আসিফ আজিজ। তবে আজিজ ফাউন্ডেশন বিষয়টি স্পষ্ট করে তখন জানিয়েছিল, সম্পূর্ণ তিন তলা বিশিষ্ট ট্রোকাডেরো ভবন মসজিদে পরিবর্তন করা হচ্ছে না। বরং, ভবনটির বেসমেন্টে থাকা খালি জায়গা ব্যবহার করে এলাকার মুসলিমদের জন্য একটি প্রার্থনার স্থান তৈরি করা হবে।

মূলত, ১৯৯২ সালে কট্টর হিন্দুত্ববাদীরা অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলে। ২০১৯ সালে উক্ত স্থানটিতে একটি হিন্দু মন্দির বানানোর পক্ষে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। একই রায়ে অযোধ্যার উল্লেখযোগ্য কোনও স্থানে বিকল্প মসজিদ তৈরির জন্য ভারতের সুন্নি ওয়াক্ফ বোর্ডকে পাঁচ একর জমি দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। অযোধ্যা জেলার ধন্নিপুর গ্রামে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামানুসারে ‘মোহাম্মদ বিন আবদুল্লাহ’ নামে একটি মসজিদ নির্মাণ হতে চলেছে। এই মসজিদ নির্মাণে ব্রিটিশ ধনকুব আসিফ আজিজ পাঁচ হাজার কোটি দান করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে, ইন্টারনেটে ছড়ানো এই অনুদানের দাবিটি মিথ্যা এবং মসজিদটি নির্মাণের জন্য এখন অবধি ভারতের বাইরে থেকে কোনো অনুদান পাননি বলে উত্তর প্রদেশের মুসলিম সুন্নি ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান জুফার আহমদ ফারুকী রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন। আসিফ আজিজের পক্ষ থেকেও বিষয়টি গুজব বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, অযোধ্যার মুহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ নির্মাণে জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ৪৫ কোটি টাকা অনুদান দিয়েছেন দাবিতে ছড়িয়ে পড়া একটি গুজব শনাক্ত করে ইতোমধ্যেই ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি ভারতের অযোধ্যায় বহুল আলোচিত রাম মন্দির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় এই বিষয় নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একাধিক গুজব শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার টিম। একত্রে সেসব প্রতিবেদন পড়ুন এখানে

সুতরাং, অযোধ্যার মুহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ নির্মাণে ব্রিটিশ ধনকুব আসিফ আজিজ পাঁচ হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যাা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img