এটি বিশ্বকাপ উপলক্ষে কাতারে ব্রাজিল সমর্থকদের ছবি নয়

সম্প্রতি “কাতার কোন ভাবেই থামছে না একের পর এক চমক দিয়ে যাচ্ছে ব্রাজিল ফ্যানরা” শিরোনামে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে কাতারে ব্রাজিল সমর্থকদের ছবি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখান এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখান এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি বিশ্বকাপ উপলক্ষে কাতারে ব্রাজিল সমর্থকদের ছবি নয় বরং ব্রাজিলের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত একটি প্যারেডের ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ব্রাজিলিয়ান নিউজ পোর্টাল ‘FolhaPE’ এর ওয়েবসাইটে গত ০৭ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ছবিটির বিবরণ সম্পর্কে স্বাধীনতা দিবসের প্যারেডের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিবেদনটি থেকে জানা যায়, চলতি বছরের ০৭ সেপ্টেম্বর তারিখে ব্রাজিলে অবস্থিত Esplanada dos Ministérios-এ প্রেসিডেন্ট জাইর বলসোনারোর উপস্থিতিতে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্যারেড অনুষ্ঠিত হয়েছিলো।

Screenshot Source: folhape

উক্ত প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে, ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র ফ্লাভিও বলসোনারোর টুইটার অ্যাকাউন্টে গত ০৭ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত একটি টুইটে একই দৃশ্যের অন্য কোণ থেকে ধারণ করা একটি ছবি খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবিটিতে একটি স্টেজ লক্ষ্য করা যায় এবং সেখানে একটি ব্যানার দেখা যায়। ব্যানারটি ভালোভাবে লক্ষ্য করলে ব্রাজিলের ভাষায় কিছু লেখা দেখা যায়। যার মধ্যে “200 anos da independência do brasil” লেখাটি অনুবাদ করে জানা যায় এতে “200 years of brazil independence” লেখা রয়েছে। আবার “movimento brasil verde e amarelo” লেখাটি অনুবাদ করে জানা যায় এতে “green and yellow brazil movement” লেখা রয়েছে।

Image Credit: Flavio Bolsonaro

পরবর্তীতে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এর ওয়েবসাইটে গত ০৮ সেপ্টেম্বর তারিখে “Brazil’s Bolsonaro campaigns on Independence Day” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্রাজিলের রাষ্ট্রপতি জেইর বলসোনারো, রাষ্ট্রপতি ভোটে পুনঃনির্বাচনের জন্য প্রচারের কাজে দেশটির স্বাধীনতা দিবস ব্যবহার করেছেন।

মূলত, গত ০৭ সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাজিলে অবস্থিত Esplanada dos Ministérios-এ দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর উপস্থিতিতে একটি প্যারেড অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত প্যারেডের একটি ছবিকে আসন্ন কাতার বিশ্বকাপ উপলক্ষে কাতারে ব্রাজিল সমর্থকদের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ব্রাজিল ফুটবল দলের বিখ্যাত হলুদ জার্সিটি ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জইর বোলসোনারোর লিবারের পার্টির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। যার ফলে আলোচিত প্যারেডের ছবিতে এই রঙের জার্সি পরিহিত অসংখ্য মানুষ লক্ষ্য করা যায়।

প্রসঙ্গত, বিশ্বকাপকে সামনে রেখে স্বাগতিক কাতারের রাজধানী দোহায় গত ১১ নভেম্বর শুক্রবার দেশটিতে বসবাসকারি ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিভিন্ন দলের অভিবাসী সমর্থকরা র‌্যালি করেছে।   

সুতরাং, ব্রাজিলের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত একটি প্যারেডের ছবিকেআসন্ন বিশ্বকাপ উপলক্ষে কাতারে ব্রাজিল সমর্থকদের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img