সম্প্রতি বলিউড তারকা নেহা শর্মার একটি সেলফিতে সেক্স টয় দেখা যাচ্ছে শীর্ষক দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বলিউড তারকা নেহা শর্মার সেলফিতে সেক্স টয় দেখা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং ২০১৮ সালে প্রকাশিত উক্ত সেলফিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে সেক্স টয় বসিয়ে উক্ত ছবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে ২০১৮ সালের ২২ জুন নেহা শর্মার ভেরিফাইড ফেসবুক পেজে আলোচিত ছবিটির সদৃশ একটি ছবি খুঁজে পাওয়া যায়।
তবে এই ছবিটিতে কোনো ‘সেক্স টয়’ দেখা যায়নি।
পরবর্তীতে অনুসন্ধানে নেহা শর্মার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টেও একই তারিখে একই ক্যাপশনে প্রকাশিত একই ছবি খুঁজে পাওয়া যায়।
আলোচিত ছবিটির সাথে নেহা শর্মার ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্টে প্রচারিত ছবির পোশাক, ব্যাকগ্রাউন্ড, হেয়ারস্টাইল এবং অঙ্গভঙ্গির হুবহু মিল পাওয়া গেলেও ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটিতে সেক্স টয় যুক্ত করার বিষয়টি থেকে প্রতীয়মান হয় যে, ভাইরাল ছবিটিতে এডিটের মাধ্যমে সেক্স টয় যুক্ত করা হয়েছে।
মূলত, সম্প্রতি বলিউড তারকা নেহা শর্মার ২০১৮ সালের তোলা একটি সেলফি ফেসবুকে ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, উক্ত সেলফিতে সেক্স টয় দেখা যাচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। আলোচিত সেলফিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একটি ‘সেক্স টয়’ যুক্ত করে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বে ভারতের অভিনেত্রী মধুমিতা সরকারের ‘I’M NOT VIRGIN’ শীর্ষক লেখা সম্বলিত টি-শার্ট পরিহিত একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেসময় এটিকে বিকৃত ছবি হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, বলিউড তারকা নেহা শর্মার সেলফিতে প্রদর্শিত ‘সেক্স টয়’ সম্বলিত ইন্টারনেটে প্রচারিত ছবিটি এডিটেড বা বিকৃত।