বিল গেটস কর্তৃক জনৈক উপস্থাপিকাকে ব্ল্যাংক চেক দেওয়ার তথ্যটি মিথ্যা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “বিল গেটসকে এক উপস্থাপিকা জিজ্ঞেস করল, জনাব বিল গেটস, আপনার সফলতার গোপন রহস্য কী?” শিরোনামের পোস্টে এক অনুষ্ঠানে উপস্থাপিকাকে বিল গেটস ব্ল্যাংক চেক দেওয়ার তথ্য বিগত কয়েক বছর যাবত প্রচার হয়ে আসছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিল গেটস উপস্থাপিকাকে কোনো ব্ল্যাংক চেক দেননি বরং তিনি উপস্থাপিকার কাছ থেকে একটি উপহার গ্রহণ করেন। 

অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টটির সাথে একটি ছবিও যুক্ত করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিল গেটসকে একটি রেপিং পেপারে মোড়ানো উপহারসদৃশ একটি বস্তু দিচ্ছেন একজন  উপস্থাপিকা। সেই নারীর পাশে অন্য একজন উপস্থাপককেও দেখা যাচ্ছে। 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভি‘র (ITv) প্রাত্যহিক অনুষ্ঠান This Morning এর একটি পর্বের সাথে উক্ত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। ২০১৬ সালের ২৬ অক্টোবর প্রচারিত এই পর্বটির অতিথি ছিলেন বিল গেটস। উপস্থাপনার দায়িত্বে ছিলেন হলি উইলোবে এবং বেন শেফার্ড। ইউটিউবে অনুষ্ঠানটির অফিসিয়াল চ্যানেলে একই দিন অনুষ্ঠানটির ৬:৩৪ মিনিটের একটি ক্লিপ প্রকাশ করা হয়। 

সেখানে দেখা যায়, ৫:৪৪ মিনিটে বিল গেটসকে একটি রেপিং পেপারে মোড়ানো উপহারসদৃশ একটি বস্তু দিচ্ছেন অনুষ্ঠানের উপস্থাপিকা।  

বিল গেটস রেপিং পেপারটি সেখানেই খোলার পর অনুষ্ঠানটির লোগো সম্বলিত একটি মগ বের করেন।

ব্ল্যাংক চেক দেওয়া সংক্রান্ত পোস্টগুলোতে দেখা যায়, “বিল গেটসকে উপস্থাপিকা তাঁর সফলতার গোপন রহস্য সম্পর্কে জানতে চান। বিল গেটস উত্তর দেওয়ার পরিবর্তে একটি ব্ল্যাংক চেক বই সামনে বাড়িয়ে দিয়ে বললো, আপনার যতো ইচ্ছা লিখে নেন। 

উপস্থাপিকা চেকটি ফিরিয়ে দিয়ে প্রশ্নটি আবার করলেন। বিল গেটস উত্তর ছিল,

“সফলতার গোপন রহস্য হলো, আমি কখনো সুযোগ হাত ছাড়া করি না যেভাবে আপনি এইমাত্র করলেন। আপনার যদি এরকম মাইন্ডসেট থাকত তাহলে আপনি হয়ে যেতেন বিশ্বের সবচেয়ে বিত্তশালী উপস্থাপিকা। চলার পথে যতো সুযোগ আসবে, ছিনিয়ে নিতে হবে। তখনই সফল হওয়া যাবে যখন সুযোগ কাজে লাগিয়ে একশনে যেতে পারবেন।” 

This Morning এর উক্ত পর্বটির ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, অনুষ্ঠানে বিল গেটসের সাথে উপস্থাপিকার এ সংক্রান্ত কোনো কথা হয় নি। অনুষ্ঠানে গেটস মূলত তার ক্যারিয়ায়, প্রাত্যহিক জীবন এবং সফলতা বিষয়ে কথা বলেছেন। তবে অনুষ্ঠানের পুরো ক্লিপ ছিল না এটি। একই চ্যানেলে ২০১৭ সালের ৭ এপ্রিল একই অনুষ্ঠানের ১:০৮ মিনিটের এবং ২:৪২ মিনিটের আরো দুইটি ক্লিপ প্রকাশ করা হয়। উভয় ক্লিপের কোনোটিতেই গেটসের ব্ল্যাংক চেক সংক্রান্ত কোনো কথা বলার প্রমাণ পাওয়া যায় নি। 

মার্কিন সংবাদমাধ্যম USA TODAY -তে সংক্রান্ত এক ফ্যাক্ট চেক প্রতিবেদনেও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বরাত দিয়ে বলা হয়েছে, ব্ল্যাংক চেক হস্তান্তরের কোনো ঘটনা উক্ত অনুষ্ঠানে ঘটে নি। 

এছাড়া, বিল গেটস অংশ নিয়েছেন এমন কোনো অনুষ্ঠানেই গেটস কাউকে ব্ল্যাংক চেক দিয়েছেন এমন তথ্য পাওয়া যায় নি। 

মূলত, ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভি’র ‘দিস মর্নিং’ নামক একটি অনুষ্ঠানে উপস্থাপিকাকে বিল গেটস ব্ল্যাংক চেক দিয়েছেন এমন একটি তথ্য কয়েক বছর ধরে প্রচার হয়ে আসছে। কিন্তু এই অনুষ্ঠানের যে ক্লিপগুলো প্রকাশ করা হয়েছে সেগুলোতে এই ধরনের কোনো ঘটনা দেখা যায় নি। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনও এই ঘটনাকে মিথ্যা বলে নিশ্চিত করেছে। 

সুতরাং, উপস্থাপিকাকে বিল গেটসের ব্ল্যাংক চেক দেওয়ার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img