সম্প্রতি বান্দরবানের রুমায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাহাড়ি নারীদের আক্রমণের স্বীকার হয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ভিডিও। সেসময়ে খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় বাসিন্দা এবং বিজিবি’র মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এটি সেই ঘটনারই দৃশ্য। উক্ত ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা এবং বিজিবি একে অপরকে দোষারোপ করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Hla Thowai’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশনে এটি খাগড়াছড়ির পানছড়ি পুজগাং এলাকা ঘটনা বলে উল্লেখ করা হয় এবং এই ঘটনায় বিজিবি সদস্যরা ১২লক্ষ টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে, এতে এলাকার জনগণ বাঁধা দিলে বিজিবি গাড়ি এসে একজনকে গুলিবিদ্ধ করে চলে যায় বলে দাবি করা হয়।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশিয় মূলধারার সংবাদমাধ্যম বাংলা ভিশনের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সাড়ে ১২ লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটকের জেরে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীরা বিজিবি’র ওপর হামলা চালিয়ে টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। হামলায় ৯ বিজিবি সদস্য আহত হয়।
তবে, এই ঘটনায় এলাকাবাসী এবং বিজিবির পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, বান্দরবানের রুমায় বিজিবি এবং এলাকাবাসীর মধ্যকার হাতাহাতির পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Hla Thowai: Facebook Post
- BVNEWS24: পানছড়িতে বিজিবির ওপর হামলা: ৬০০ জনকে আসামি করে মামলা