সম্প্রতি “ব্রেকিং নিউজ, আলহামদুলিল্লাহ! দুবাই হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তিনজনই ১ম,২য়,৩য়।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ জন হাফেজের যথাক্রমে ১ম, ২য় এবং ৩য় হওয়ার দাবিটি সত্য নয় বরং দুবাই আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতা ২০২২ এর এবারের আসর এখনও অনুষ্ঠিত হয়নি।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে, “Neshar Ahammed – নেছার আহমাদ” নামের একটি ফেসবুক পেজে গত ১৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত মূল পোস্টটি খুঁজে পাওয়া যায়। সেখানে তিনি ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রতিনিধি বাছাইপর্বে তার তিন শিক্ষার্থী মনোনীত হওয়ার বিষয়টি উদ্ধৃত করে তথ্যটি প্রথম প্রচার করেন।
মূলত, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ নেছার আহমাদ তার ভেরিফাইড ফেসবুক পেজে আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা দুবাই ২০২২ এর জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রতিনিধি বাছাইপর্ব প্রতিযোগীতায় তার তিনজন ছাত্রের মনোনীত হওয়ার খবরটি প্রকাশ করতে গিয়ে প্রথম অংশ এমনভাবে উদ্ধৃত করেন যা দ্বৈত অর্থ বা ভিন্ন অর্থ বোঝায়। যদিও পরের অংশে তিনি সঠিকভাবে লিখেছেন, তবুও পরবর্তীতে তার পোস্টের প্রথম অংশটুকু ঘিরে দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তিনজনই ১ম,২য়,৩য় হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
তার পোস্টের এডিট হিস্টোরি দেখুন এখানে।
এছাড়াও, জনাব নেছার আহমাদ এর ফেসবুক পেজে গত ১৪ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি জানিয়েছেন “বাংলাদেশ থেকে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য প্রাথমিক বাছাইয়ে ১২ জনের সংক্ষিপ্ত তালিকায় তার ৭ জন প্রিয় ছাত্র রয়েছে এবং পরবর্তীতে ১২ জন থেকে ৩ জনকে মনোনীত করা হবে”।
পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে গত ২৭ জানুয়ারিতে ‘আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা দুবাই ২০২২ আবেদন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। সেই বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত বিষয় বিস্তারিত উল্লেখ করা হয় এবং সেখানে নির্বাচনী পরিক্ষার তারিখ হিসেবে ১৪ ফেব্রুয়ারি ২০২২ উল্লেখ করা হয়।
অর্থাৎ, গত ১৪ ফেব্রুয়ারিতে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশী প্রতিনিধি নির্বাচনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার তিনজন শিক্ষার্থী ১ম,২য় এবং ৩য় হয়ে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগীতার জন্য মনোনীত হয়েছে।
আরো পড়ুনঃ সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের প্রথম হওয়ার দাবিটি মিথ্যা
উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ২৫ তম আসর চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, দুবাইয়ে অনুষ্ঠিত সর্বশেষ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২১ এ সপ্তম স্থান অর্জন করেছিলেন আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি প্রতিনিধি হাফেজ জামিল আহমদ। এর পূর্বে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগীতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ২০১৩ সালে হাফেজ নাজমুস সাকিব এবং ২০১৭ সালে হাফেজ তরিকুল ইসলাম প্রথম হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
সুতরাং, আসন্ন ২৫ তম দুবাই হিফযুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে একই মাদ্রাসার ৩ ছাত্রের মনোনীত হওয়ার তথ্যটিকে দুবাই হিফযুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তিনজনই ১ম,২য় ও ৩য় স্থান অর্জন করেছে দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ব্রেকিং নিউজ, আলহামদুলিল্লাহ! দুবাই হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তিনজনই ১ম,২য়,৩য়।
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Neshar Ahammed FB Post: https://www.facebook.com/103266414588260/posts/486996752881889/
- Neshar Ahammed FB Post: https://www.facebook.com/103266414588260/posts/486541186260779/
- Islamic Foundation: http://www.islamicfoundation.gov.bd/site/notices/212ee015-55c3-410b-b3f9-49906140a3b9/%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A8-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8
- BD Journal: https://www.bd-journal.com/religion/60455/