শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

কাতারে ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের পতাকা প্রদর্শনের সাথে বিশ্বকাপের সম্পর্ক নেই

সম্প্রতি “ধন্যবাদ জানাই কাতার কে বিশ্বের কাছে বাংলাদেশকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য” শীর্ষক শিরোনামের একটি ভিডিও কাতার বিশ্বকাপের আয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এরকম কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ইউটিউবে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

গণমাধ্যমে ফুটবল বিশ্বকাপের আয়োজনে অবকাঠামো নির্মাণ কাজে অংশগ্রহণকারী শ্রমিকদের রাষ্ট্র এবং বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার সদস্য দেশগুলোর পতাকা স্থাপনের দাবিতে প্রতিবেদন প্রচারিত হচ্ছে।

উক্ত দাবিতে প্রচারিত প্রতিবেদন দেখুন বিডিনিউজ ২৪ (আর্কাইভ), নয়া দিগন্ত (আর্কাইভ), সময় টিভি (আর্কাইভ)।

একই দাবিতে সময় টেলিভিশন, নিউজ২৪ ও ডিবিসি নিউজ এর ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদন দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ) এবং এখানে(আর্কাইভ)

ফেসবুকে প্রচারিত তথ্যের ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফ্ল্যাগ প্লাজা কাতার বিশ্বকাপ উপলক্ষে নয় বরং ‘ইয়ারস অফ কালচার’ নামক একটি বার্ষিক অনুষ্ঠানের অংশ হিসেবে নির্মিত।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর কোথাও কাতার ফুটবল বিশ্বকাপের কোনো পোস্টার বা লেখা নেই। ভিডিওতে বড় পর্দার দু পাশে “Flag Plaza” এবং “Years of Culture ” শব্দদুটি পরিলক্ষিত হয়। 

পরবর্তীতে উক্ত শব্দদুটি কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Years of Culture নামক ওয়েবসাইটে Flag Plaza শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত একটি ছবির সাথে কাতার বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওতে দেখানো বড় পর্দা, পর্দার দু পাশের লেখা ও মঞ্চের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, 

“Flag Plaza is a new public space in Doha, initiated by the Years of Culture programme in celebration of our 10-year anniversary. 119 flags, representing the countries with embassies in Qatar, will be raised to represent friendship and understanding between nations and their people during the year of the FIFA World Cup Qatar 2022™.

Located near the Museum of Islamic Art Park, Flag Plaza will serve as a community gathering space and a location for festivals, celebrations and other events for the people of Qatar.”

যার ভাবার্থ :

ফ্ল্যাগ প্লাজা আমাদের দশ বছর পূর্তি উপলক্ষ্যে “ইয়ার’স অফ কালচারের’ উদ্যোগে গঠিত দোহায় অবস্থিত একটি দর্শনীয় স্থান। ১১৯ টি পতাকা কাতারে অবস্থিত ১১৯ দেশের অ্যাম্বাসির প্রতিনিধিত্ব করছে। এই দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, বোঝাপড়া এবং এসকল দেশের মানুষদের জানার জন্য ফিফা বিশ্বকাপের বছরে এটি তৈরি করা হয়েছে।

মিউজিয়াম অফ ইসলামিক আর্ট পার্কের পাশে এ স্থানটি একটি দর্শনীয় স্থান এবং বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান আয়োজনের জন্য জায়গাটি ব্যবহৃত হবে। 

অর্থাৎ, কাতারে অবস্থিত ১১৯ টি দেশের দূতাবাসের প্রতিনিধিত্বকারী হিসেবে এ স্থানটি গড়ে তোলা হয়েছে। এছাড়াও ওয়েবসাইটের তথ্য থেকে জানা যায়, এ স্থানটিতে ” কমিউনিটি ডে ফেস্টিভাল” আয়োজিত হয় গত অক্টোবরের ৫ তারিখ। যা ফিফা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের বেশ কিছুদিন আগেই আয়োজিত হয়। 

এছাড়াও, ওয়েবসাইটে ফ্ল্যাগ প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে যেসকল দেশের প্রামান্যচিত্র প্রদর্শিত হয় এবং প্রতিনিধিত্বকারী দেশগুলোত তালিকায় বাংলাদেশের নামও দেখা যায়।

এছাড়াও, কাতার ভিত্তিক গণমাধ্যম Gilf Times এ ২০২২ সালের ৫ অক্টোবর “Qatar-Menasa 2022 Year of Culture celebrates Flag Plaza launch” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ফ্ল্যাগ প্লাজার উদ্বোধন সম্পর্কে নিশ্চিত করা হয় এবং এটি বিভিন্ন দেশের অনুষ্ঠান আয়োজনের একটি দর্শনীয় স্থান বলে জানানো হয়। যা থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি কাতারের দোহায় ফ্ল্যাগ প্লাজা নামক একটি দর্শনীয় স্থানের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও।

গণমাধ্যমে প্রচারিত তথ্যের ফ্যাক্টচেক 

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, কাতার মিউজিয়ামের ওয়েবসাইটে ফ্ল্যাগ প্লাজা সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে জানানো হয় ১১৬ টি দেশের পতাকা সহ ইউরোপ, গালফ কর্পোরেশন এবং জাতিসংঘের পতাকা ফ্ল্যাগ প্লাজায় স্থান পেয়েছে। সর্বমোট ১১৯ টি পতাকা সম্বলিত এ স্থানটি বিভিন্ন দেশের মধ্যে একতা এবং সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার অংশ হিসেবে তৈরি করা হয়েছে। উক্ত প্রতিবেদনের কোথাও বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা স্থাপনের কথা বলা হয়নি। এছাড়াও ফিফা র‍্যাংকিংয়ে মোট ২১১ টি দেশ স্থান পায়। প্রতিবেদন থেকে জানা যায়, কাতারের সাথে কূটনৈতিক সম্পর্কে থাকা দেশগুলোই উক্ত ফ্ল্যাগ প্লাজায় স্থান পেয়েছে।

এছাড়াও, ইয়ারস অফ কালচার নামক অনুষ্ঠানটি ফুটবল বিশ্বকাপের জন্য নয় বরং গত দশ বছর ধরেই প্রতিবছর আয়োজিত হয়ে আসছে। উক্ত আয়োজনে কাতার। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ বা সংগঠনের সাথে যুক্ত হয়ে কাতার উক্ত অনুষ্ঠান আয়োজন করে। ২০২১ সালে কাতার আমেরিকার সাথে সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার লক্ষ্যে ইয়ারস অফ কালচার আয়োজন করে। 

এছাড়াও, I love Qatar নামক ওয়েবসাইটে ২০২০ সালের ২৪ জানুয়ারি “What is Year of Culture in Qatar?” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ইয়ারস অফ কালচার অনুষ্ঠানটি ২০১২ সাল থেকে আয়োজন করা হচ্ছে। সাংস্কৃতিক বিনিময়ের জন্য কাতার মিউজিয়াম এ অনুষ্ঠানটি একেক বছর একেক দেশের সাথে দ্বৈতভাবে আয়োজন করে। উক্ত প্রতিবেদনে ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কাতারের সাথে আয়োজনের অংশীদারিত্বে থাকা সবগুলো দেশের নামও প্রতিবেদনে পাওয়া যায়।

এছাড়াও ফ্ল্যাগ প্লাজা ফুটবল বিশ্বকাপের জন্য নির্মান করা হয়েছে এরকম কোনো তথ্য ফিফার ওয়েবসাইট এবং কাতারের কোনো মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি। 

এছাড়াও কাতার মিউজিয়ামের ওয়েবসাইটে MIA Flag Plaza শীর্ষক শিরোনামের প্রতিবেদনে স্পষ্ট করা হয় যে, ইয়ারস অফ কালচার অনুষ্ঠানের অংশ হিসেবে ফ্ল্যাগ প্লাজা নির্মান করা হচ্ছে। যা থেকে নিশ্চিত হওয়া যায়, ফ্ল্যাগ প্লাজা বিশ্বকাপ উপলক্ষে নির্মিত নয় এবং ফিফার র‍্যাংকিংয়ে থাকা দেশগুলো ফ্ল্যাগ প্লাজায় স্থান পায় নি বরং কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা ১১৬ টি দেশের পতাকা এবং তিনটি আর্ন্তজাতিক সংস্থার পতাকাসহ মোট ১১৯ টি পতাকা স্থান পেয়েছে।

এমনকি ইয়ারস অফ কালচারের ওয়েবসাইটে এবছর বিশ্বের কোন কোন অঞ্চলের সাথে সমন্বিতভাবে অনুষ্ঠান উদযাপিত হবে সেটিও বলা হয়। প্রতিবেদনে বলা হয়, এবছর আরব, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে ইয়ারস অফ কালচার আয়োজন করা হবে। 

মূলত, কাতারের দোহায় গত ৪ অক্টোবর ফ্ল্যাগ প্লাজা নামক দর্শনীয় স্থানের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্কে থাকা ১১৯ টি দেশ নিজেদের প্রতিনিধিত্ব করে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান এবং অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বরূপ উক্ত স্থানটি গড়ে তোলা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানটি ২০১২ সাল থেকে প্রতিবছর বিভিন্ন দেশের সাথে যৌথভাবে আয়োজিত হয়ে আসছে। এমনকি ফ্ল্যাগ প্লাজা নির্মান ইয়ারস অফ কালচার আয়োজনেরই একটি অংশ বলে আয়োজক সংস্থার ওয়েবসাইট থেকে নিশ্চিত হওয়া যায়। কিন্তু গণমাধ্যমে কাতার বিশ্বকাপ উপলক্ষে ফ্ল্যাগ প্লাজা নির্মান এবং ফিফার র‍্যাংকিংয়ে থাকা দেশগুলোর স্থান পাওয়ার দাবিতে সংবাদ প্রচারিত হচ্ছে। এছাড়াও ফ্ল্যাগ প্লাজা উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিওচিত্রকে কাতার বিশ্বকাপের একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, “ফ্ল্যাগ প্লাজা কাতার বিশ্বকাপ উপলক্ষে নির্মিত এবং ফিফার র‍্যাংকিংয়ে থাকা দেশগুলোর ফ্ল্যাগ প্লাজায় স্থান পেয়েছে” শীর্ষক দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img