২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে দাবিটি মিথ্যা

সম্প্রতি “আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে” শীর্ষক শিরোনামে একটি তথ্য বাংলাদেশের মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে প্রচারিত এমন কিছু প্রতিবেদন দেখুন একুশে টিভি, সময়ের কণ্ঠস্বর, একাত্তর টিভি, দেশ টিভি, যুগান্তর, দেশ রূপান্তর, ইত্তেফাক, চ্যানেল ২৪, আরটিভি, ঢাকা পোস্ট, সময় টিভি, ঢাকা ট্রিবিউন, জাগোনিউজ২৪, সকালের সময়

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে না বরং র‍্যাংকিং বিবেচনায় ২০২৪ এ সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ওয়েবসাইটে চলতি বছরের ৩১ মে “Qualification pathway for ICC Men’s T20 World Cup 2024 announced” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, টি-টোয়েন্টি ফর্মেটের সবচেয়ে বড় বিশ্বকাপ হবে আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ ২০ দলের অংশগ্রহণে এই বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে। 

এই ২০ দলের মধ্যে ১২ টি দল সরাসরি ২০২৪ বিশ্বকাপে অংশগ্রহণ করবে৷ এর মধ্যে ৮ টি দল আসবে অস্ট্রেলিয়ায় চলমান ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ৮ থেকে। এছাড়া  ২০২৪ বিশ্বকাপের আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। বাকী দুইটি দল হবে উপরিউক্ত দলগুলোর বাইরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১৪ নভেম্বর পর্যন্ত শীর্ষে থাকা দুইটি দেশ।

এই ১২ দলের বাইরে বাকি ৮ টি দলের মধ্যে এশিয়া, আফ্রিকা, ইউরোপ থেকে দুইটি করে ছয়টি ও আমেরিকা এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একটি করে মোট দুইটি দল বাছাইপর্বের মাধ্যমে নির্বাচিত হবে।

এছাড়া ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN Crickinfo এর একইদিনে “Men’s T20 World Cup 2024 qualifying pathway to begin in Europe in June” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে ১২ টি দল। এর মধ্যে ৮ টি দল আসবে অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপের সেরা ৮ থেকে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আয়োজক দেশ, তাই তারা সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। 

সরাসরি অংশগ্রহণ করবে এমন বাকী দুই দল আসবে এই বছরের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১৪ নভেম্বর পর্যন্ত শীর্ষে থাকা দুই দল থেকে।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ২০২৪ বিশ্বকাপের আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ যদি সেরা আটে এই বছরের বিশ্বকাপ শেষ করে, তাহলে উল্লেখিত সময়ের মধ্যে থাকা আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষ তিন দল নিয়ে ১২ দলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

পরবর্তীতে আইসিসির ওয়েবসাইটে পহেলা নভেম্বর সবশেষ হালনাগাদ করা আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে দেখা যায়, বাংলাদেশ ২২৩ রেটিং নিয়ে র‍্যাংকিংয়ে নবম স্থানে অবস্থান করছে। 

যেহেতু বিশ্বকাপ চলমান থাকায় দলগুলোর বিশ্বকাপের বাইরে আর খেলা না থাকায় ১৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের র‍্যাংকিংয়ে এই অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই৷ 

অপরদিকে ESPNCricinfo এর ফেসবুক পেইজে ৬ নভেম্বর “12 teams have now confirmed their spots at the next men’s #T20WorldCup in 2024 ✅” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি স্ট্যাটাস খুঁজে পাওয়া যায়। 

এই স্ট্যাটাসটি থেকে জানা যায়, ২০২৪ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র, ২০২২ বিশ্বকাপে সেরা ৮ দল হিসেবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ও শ্রীলঙ্কা সরাসরি ২০২৪ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। পাশাপাশি ২০২৪ বিশ্বকাপে র‍্যাংকিং অনুযায়ী, সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। 

অর্থাৎ বাংলাদেশকে ২০২৪ বিশ্বকাপের জন্য বাছাইপর্ব খেলতে হবে না।

মূলত, ২০ টি দলের অংশগ্রহণে West Indies এবং USA তে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার মধ্যে ১২ টি দল সরাসরি এবং বাকি ৮ টি দল বাছাইপর্বের মাধ্যমে নির্বাচিত হবে। যে ১২ টি দল সরাসরি কোয়ালিফাই করবে তারা হলো অস্ট্রেলিয়ায় চলমান ২০২২ বিশ্বকাপের ২ গ্রুপ মিলিয়ে সেরা ৮, স্বাগতিক ২ দেশ এবং এই দলগুলোর বাইরে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা আরো ২ টি দল। অর্থাৎ, স্বাগতিক এবং চলতি বিশ্বকাপের সেরা ৮ দলগুলোর বাইরের দলগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে সবার প্রথমে বাংলাদেশ থাকায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ।

সুতরাং, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে শীর্ষক শিরোনামে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়; এটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img