সম্প্রতি মূলধারার টেলিভিশন চ্যানেল সময় টিভির একটি প্রতিবেদনের বরাতে দাবি করা হচ্ছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবালের বাড়িতে এক গোপন বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবাল, তার ভাই নাফিস ইকবাল, ফারুক আহমেদ ও সাংবাদিক নট আউট নোমান।
দাবি অনুযায়ী সময় টিভির কথিত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র তিন মাস আগে প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে ও একাধিক বোর্ড কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি ও স্কোয়াডে কাদের রাখা হবে, সে বিষয়েও সেখানে আলোচনা হয়। এ ছাড়া, বৈঠকের সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ তামিম ইকবালকেই পরবর্তী বিসিবি সভাপতি বানানো প্রতিশ্রুতি দেন বলেও দাবি করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, তামিম ইকবাল, নাফিস ইকবাল এবং ক্রীড়া সাংবাদিক নট আউট নোমানের গোপন বৈঠক নিয়ে সময় টিভি কোনো সংবাদ প্রচার করেনি। বরং, সময় টিভির ভুয়া সূত্র দেখিয়ে সামাজিক মাধ্যমে এই দাবি ছড়িয়ে পড়লে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে গণমাধ্যমটি জানিয়েছে, তারা এমন কোনো খবর প্রকাশ করেনি।
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে সময় টিভির ফেসবুক, ইউটিউব ও অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হয়। কিন্তু সেখানে এ ধরনের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
সাধারণত, গণমাধ্যমগুলো জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে বিশেষ টপিক বা ক্যাটাগরি পেজ তৈরি করে, যেখানে তাদের সম্পর্কে প্রকাশিত সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদগুলো একত্রে সংরক্ষিত থাকে। সময় টিভির ওয়েবসাইটে ‘তামিম ইকবাল’ ও ‘ফারুক আহমেদ’ টপিক পেজ পর্যালোচনা করেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
দাবিটির সূত্রপাত খুঁজতে গিয়ে দেখা যায়, অন্তত ২৭ ফেব্রুয়ারি থেকে এটি ফেসবুকে প্রচারিত হচ্ছে। একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে ‘JoyNal AbeDin Tipu’ নামের একটি ফেসবুক আইডি থেকে এই দাবির সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। ওই পোস্টে সময় টিভির নাম উল্লেখ করা হলেও কোনো প্রতিবেদনের লিংক, স্ক্রিনশট বা ভিডিও যুক্ত করা হয়নি। অর্থাৎ, এই দাবির ভিত্তি একটি অনির্ভরযোগ্য ফেসবুক আইডির পোস্ট।
এছাড়া, দেশের কোনো মূলধারার গণমাধ্যমেও এ ধরনের বৈঠকের খবর প্রকাশিত হয়নি।
গত ১ মার্চ সময় টিভির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে সময় টিভি জানায়, গণমাধ্যমটি এ ধরনের কোনো খবর প্রকাশ করেনি।

সুতরাং, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সময় টিভির বরাতে প্রচারিত গোপন বৈঠকের দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Somoy TV: Facebook Post