সম্প্রতি, বাংলাদেশের রাজধানী ঢাকাকে ইন্টারনেট লোকেশনে ইন্ডিয়ার অধীনে দেখাচ্ছে’ দাবিতে লোকেশনের অপশন প্রদর্শিত হওয়া একটি স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
স্ক্রিনশিটতে, ‘Dhaka’ কি ওয়ার্ডে লোকেশন সার্চের অপশনে ‘Dhaka, Bangladesh’ সহ অন্যান্য অপশনের সাথে ‘Dhaka, India’ লেখা থাকতেও দেখা যায়।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের রাজধানী ঢাকাকে ইন্টারনেট লোকেশনে ভারতের অধীনে দেখানোর দাবিটি সঠিক নয় বরং, ঢাকা নামে বাংলাদেশের রাজধানী ছাড়াও ভারতের বিহার রাজ্যের পূর্ব চাম্পারান জেলার একটি শহরের নাম রয়েছে, তাই ফেসবুকে প্রোফাইলসহ বিভিন্ন জায়গায় লোকেশান সার্চ অপশনে ‘dhaka’ লিখে সার্চ করলে ‘Dhaka, Bangladesh’ সহ অন্যান্য অপশনের সাথে ‘Dhaka, india’ অপশনটিও দেখায়।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে ব্যবহৃত স্ক্রিনশট ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ছবিটিতে Select current town/city সার্চ অপশনে ‘dhaka’ লেখা দেখতে পাওয়া যায় এবং প্রথমে ‘Dhaka, India’ এবং দ্বিতীয়ত ‘Dhaka, Bangladesh’ অপশন সহ আরও কিছু অপশন দেখা যায়।
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে ফেসবুকের এডিট প্রোফাইল অপশনে Edit Profile>Current City>Add current city গিয়ে Select current city অপশন -এ ‘Dhaka’ লিখলে আলোচিত স্ক্রিনশটে থাকা লোকেশনের হুবহু তথ্য পাওয়া যায়। যেখানে ‘Dhaka, Bangladesh’ সহ অন্যান্য অপশনের সাথে সাথে ‘Dhaka, india’ ও অপশনটিও প্রদর্শিত হয়।
অর্থাৎ, ফেসবুকে প্রচারিত আলোচিত স্ক্রিনশটটি ফেসবুকের এডিট প্রোফাইলে Edit Profile>Current City>Add current city অপশনের।
এছাড়াও, ফেসবুকের সার্চ অপশনে কিছু সার্চ করার সময় নির্দিষ্টভাবে জায়গার নাম সিলেক্ট করতে ‘Tagged Location’-এ ‘Find a city’ অপশনে ‘dhaka’ লিখলেও অপশনে ‘Dhaka, Bangladesh’ অপশন সহ আরও কিছু অপশনের সাথে ‘Dhaka, India’ অপশনও প্রদর্শিত হয়।
অনুসন্ধানের এ পর্যায়ে ঢাকা নামে ইন্ডিয়া তথা ভারতে কোনো জায়গা আছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে ‘Latlong.net’ ওয়েবসাইটে ভারতের বিহার রাজ্যের পূর্ব চাম্পারান জেলার একটি শহরের নাম ঢাকা (Dhaka, Bihar, India) পাওয়া যায়।
পরবর্তীতে, গুগল ম্যাপ ব্যবহার করে ভারতে ঢাকা নামে ভারতের বিহারে একটি শহর থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
মূলত, বাংলাদেশের রাজধানী ঢাকাকে ইন্টারনেট লোকেশনে ইন্ডিয়ার অধীনে দেখাচ্ছে’ দাবিতে লোকেশনের অপশন প্রদর্শিত হওয়া একটি স্ক্রিনশট ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ঢাকা নামে বাংলাদেশ ছাড়াও ভারতের বিহার রাজ্যের পূর্ব চাম্পারান জেলার একটি শহরের নাম রয়েছে তাই ফেসবুকে প্রোফাইলসহ বিভিন্ন জায়গায় লোকেশান সার্চ অপশনে ‘dhaka’ লিখে সার্চ করলে অন্যান্য অপশনের সাথে ‘Dhaka, Bangladesh’ অপশন সহ অন্যান্য অপশনের সাথে ‘Dhaka, india’ অফশনটিও দেখায়।
সুতরাং, বাংলাদেশের রাজধানী ঢাকাকে ইন্টারনেট লোকেশনে ইন্ডিয়ার অধীনে দেখাচ্ছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Latlong.net: Dhaka, Bihar, India
- গুগল ম্যাপ
- Rumor Scanner’s Own Analysis