সম্প্রতি, ‘যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিরা বাদ’ শীর্ষক একটি তথ্য দেশের একাধিক মূলধারার বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ ২৪, ইনকিলাব সহ একাধিক সংবাদমাধ্যম প্রকাশিত হয় এবং দ্রুতই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে উক্ত স্কলারশিপ থেকে ২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলির আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্থগিত করা হয় নি বরং বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ এখনো চালু রয়েছে। তবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ফুলব্রাইট স্কলারশিপ’ স্থগিত করা হয়েছে।
বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে, Bureau of Educational And Cultural Affairs এর ওয়েবসাইটে স্পষ্টত দেখা যায় সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের ফুলব্রাইট স্কলারশিপে আবেদনের কথা উল্লেখ করা রয়েছে।
তাছাড়া, গত ২৩ নভেম্বরে ঢাকার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুকে পেজে প্রকাশিত একটি পোস্টে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা ১১ ডিসেম্বর সময়সীমায় আবেদন করতে পারবে বলে জানানো হয়। পরবর্তীতে আজ বিকেলে অপর একটি পোস্টের মাধ্যমে উক্ত বৃত্তির জন্য আবেদনের সময়সীমা ২১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়।
মূলত, যুক্তরাষ্ট্রের এই ফুলব্রাইট স্কোলারশিপের সুযোগ দুইটি প্রক্রিয়ায় সম্পন্ন হয় যেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক শিক্ষার্থীরা অন্য দেশে গিয়ে এই স্কোলারশিপের অধীনে পড়াশোনা বা গবেষণা করে এবং অপরটি হলো অন্যদেশের শিক্ষার্থীরা এই স্কোলারশিপ প্রাপ্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা বা গবেষণা করেন। এক্ষেত্রে বাংলাদেশে, মার্কিনিদের জন্য ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ফুলব্রাইট স্কলারশিপ’ স্থগিত করা হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বাংলাদেশে ফুলব্রাইট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না বলে ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে স্কলারশিপের আবেদনের পাতায় উল্লেখ করা হয়েছে। তবে এই স্থগিতাদেশের কোন কারণ সেখানে উল্লেখ করা হয় নি।
অর্থাৎ, নিরাপত্তা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে ২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিরা বাদ
- Claimed By: Facebook Posts and Media Outlets
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
-
BUREAU OF EDUCATIONAL AND CULTURAL AFFAIRS: https://eca.state.gov/fulbright/country/bangladesh
- U.S Embassy Dhaka FB: https://www.facebook.com/103157219806/posts/10159336987789807/
- NTV: https://www.ntvbd.com/world/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A7-%E0%A7%A8%E0%A7%A8-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-1001869