যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গত ২৫ অক্টোবর দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের একটি মন্তব্য ঘিরে দেশের রাজধানীর মাঠ ব্যাপক সরগরম হয়। সেই মন্তব্যকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির অপসারণের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে, সম্প্রতি, “দেশে ফিরেই রাষ্ট্রপতির দায়িত্ব নিলো সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে এক লক্ষ ৬৪ হাজার বার। ভিডিওটিতে ৭ শত ২২ টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসমন্ধানে জানা যায়, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেননি বরং, নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওটিতে কোথাও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি হওয়ার দাবি সম্পর্কিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমনকি ভিডিওটিতে সেনাপ্রধানের কোনো ভিডিও কিংবা বক্তব্যেরও উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ ভিডিওটি’র থাম্বনেইলে প্রচারিত দাবিটির সাথে বিস্তারিত অংশের অসামঞ্জস্যতা রয়েছে।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এখন পর্যন্ত মোঃ সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আছেন।
রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গতকাল ২৭ অক্টোবর “রাষ্ট্রপতি অপসারণ: ‘রাজনৈতিক ঐকমত্যের’ অপেক্ষায় সরকার” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্য পাওয়া যায়। তিনি জানান, রাষ্ট্রপতির পদচ্যুতির প্রশ্নে সিদ্ধান্তে পৌঁছাতে রাজনৈতিক ঐকমত্য হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি আরও জানান, “এটা একটা বড় সিদ্ধান্ত। এটাতে আমাদের যেমন তাড়াহুড়ো করার সুযোগ নেই, তেমনই অতিরিক্ত বিলম্ব করার সুযোগ নেই।…রাজনৈতিক ঐকমত্য যেহেতু গড়ার চেষ্টা করা হচ্ছে, ওইটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।”
সুতরাং, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দেশে ফিরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- bangabhaban.gov.bd – Website
- Bdnews24 – রাষ্ট্রপতি অপসারণ: ‘রাজনৈতিক ঐকমত্যের’ অপেক্ষায় সরকার