সেনাবাহিনী সন্দেহভাজন আরাকান আর্মির সদস্যদের গ্রেফতার করেছে দাবিতে আনসার সদস্য আটকের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “ভিডিও ফুটেজে দেখা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির ১৫ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে।” (অনূদিত)

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর আরাকান আর্মির সদস্যদের গ্রেফতারের দৃশ্যের নয় বরং, গত ২৫ আগস্টে চাকরি জাতীয়করণসহ নানা দাবিতে সচিবালয় অবরুদ্ধ রাখার পর আটককৃত আনসার সদস্যদের ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘কালবেলা’ এর ফেসবুক পেজে “সেনাবাহিনীর হাতে আটক আনসার সদস্যরা” শীর্ষক ক্যাপশনে গত ২৫ আগস্টে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

এছাড়াও আনসার সদস্য দাবিতে সেসময় ফেসবুকে প্রচারিত আরো কিছু ভিডিওর সাথেও আলোচিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনে গত ২৬ আগস্টে প্রচারিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, “টানা ১০ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা। সংঘর্ষের পর শিক্ষার্থীদের ধাওয়ায় মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। এসময় বেশিরভাগ আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করলেও আটকা পড়েন শতাধিক সদস্য।..

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পেশাজীবীদের দাবি-দাওয়ার মধ্যেই আন্দোলনে নামেন আনসার সদস্যরা। তাদের কয়েকটি দাবির মধ্যে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামেন আনসার সদস্যরা। একই দাবিতে রবিবার (২৫ আগস্ট) সকালেও প্রেসক্লাবের সামনে জড়ো হন তারা। এক পর্যায়ে তারা বেলা ১২টার দিকে সচিবালয়ের চারপাশে পাঁচটি ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। দিনভর নানান নাটকীয়তার পর তাদের আন্দোলন গড়ায় রাত পর্যন্ত।” এছাড়া, মূলধারার গণমাধ্যম যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনের সূত্রেও একইরকম তথ্য জানা যায়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির সদস্যদের আটক করার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, গত ২৫ আগস্টে চাকরি জাতীয়করণসহ নানা দাবিতে সচিবালয় অবরুদ্ধ রাখার পর আটককৃত আনসার সদস্যদের ভিডিওকে বাংলাদেশ সেনাবাহিনীর আরাকান আর্মির সদস্যদের গ্রেফতারের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img