শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে মোহাম্মদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ দাবিতে গোপালগঞ্জের ভিডিও প্রচার

সম্প্রতি, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মোহাম্মদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালনের ভিডিও নয় বরং, গত ১০ আগস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে গোপালগঞ্জ জেলা তাঁতি লীগ এর ফেসবুক পেজে গত ১০ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটি এবং উক্ত ভিডিওটি একই স্থান থেকে ধারণ করা। উভয় ভিডিওতেই মানুষের জটলার পেছনে একই ভবন দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও  উক্ত স্থানের ডানপাশে একটি বাঁশের তৈরি কাঠামো দেখতে পাওয়া যাচ্ছে এবং বামপাশে একটি নীল রঙের দোতলা ভবনও দেখতে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

পাশাপাশি ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত ১০ আগস্ট ধারণ করা ভিডিও। সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে স্থানীয়রা বিক্ষোভ করেন। 

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্রে Shihab Hazra নামের একটি ফেসবকু আইডি থেকে একইদিনে গোপালগঞ্জ কোটালীপাড়া সৈনিক শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটিও একই জায়গায় ধারণ করা। তবে ভিডিওটি ভিন্ন কোণ থেকে ধারণ করা হয়েছে। আলোচিত ভিডিওটিতে দেখতে পাওয়া দোতলা নীল রংয়ের ভবনটির সামনে থেকে ভিডিওটি ধারণ করা। এখানেও বিক্ষোভকারীদের একইরকম দেশীয় অস্ত্র হাতে দেখতে পাওয়া যাচ্ছে।

একইদিন ইলেক্ট্রনিক গণমাধ্যম নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উত্তাল গোপালগঞ্জের কোটালীপাড়া | News24 শীর্ষক শিরোনামের একটি ভিডিও প্রতিবেদনের সাথেও আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner  

সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন দাবিতে গোপালগঞ্জের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img