আ. লীগের হরতালে পুলিশের লাঠিচার্জের দৃশ্য দাবিতে বিএনপির মিছিলের পুরোনো ভিডিও প্রচার

গোপালগঞ্জে গণহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে আজ (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছে আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ প্রেক্ষিতে, “কুমিল্লায় আওয়ামী লীগের শান্তিপূর্ণ হরতালে দখলদার বাহিনী বীভৎস লাঠিচার্জ। ১০ জন নিরপরাধ নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আজকের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের অক্টোবর মাসে কুমিল্লায় বিএনপির ডাকা হরতালের সমর্থনে নেতাকর্মীদের মিছিলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। সে সময়কার দৃশ্য এটি।


অনুসন্ধানে ‘MaccNews.com’ নামক একটি ফেসবুক পেজ থেকে ২০২৩ সালের ২৯ অক্টোবর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, কুমিল্লা নগরীতে বিএনপির হরতালের মিছিলে পুলিশের বাধা, টিয়ারগ্যাস নিক্ষেপের দৃশ্য এটি। 


উক্ত সূত্র ধরে অনুসন্ধানে কুমিল্লার স্থানীয় দৈনিক কুমিল্লা কাগজে ২০২৩ সালের ৩০ অক্টোবর “কুমিল্লায় পুলিশের বাধায় বিএনপির মিছিল পন্ড, আটক ৬” শীর্ষক শিরোনামে প্রকাশি একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ২৯ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় বিএনপির ডাকা হরতালে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের লাটিপেটা, টিয়ার শেল ও ফাঁকা গুলিতে বিএনপির অন্তত ১০জন নেতা-কর্মী ও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।

এছাড়া সেসময় একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল জাতীয় গণমাধ্যম দৈনিক যায়যায়দিন

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আজকে (২০ জুলাই) আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে কুমিল্লা নগরীতে কোনো মিছিল বের হওয়ার ১০ জনকে আটক করা সংক্রান্ত কোনো তথ্যও গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। 

সুতরাং, ২০২৩ সালের অক্টোবর মাসে কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের মিছিলের ভিডিওকে আজকের (২০ জুলাই) আওয়ামী লীগের হরতালের সমর্থনে নেতাকর্মীদের মিছিলে পুলিশের লাঠিচার্জের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img