সম্প্রতি, “আলহামদুলিল্লাহ্ সকালে নারায়ণগঞ্জে ফতুল্লায় আওয়ামীলীগের মিছিলে বাঁধা দিলে,,পুলিশের সামনেই ব্যপক গণধোলাই দেয় বিএনপির সন্ত্রাসীদের আওয়ামীলীগের নেতাকর্মীরা,, ৭১ হয়নি শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং ভিডিওটি নারায়ণগঞ্জেরও নয়। প্রকৃতপক্ষে, গত জুন মাসে চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে ‘Spiritual Journey’ নামক ফেসবুক পেজে গত ২৬ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টে বলা হয়, চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমনগর এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং বিএনপির আরেক নেতা মোশাররফ হোসেনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক জনকণ্ঠের ওয়েবসাইটে গত ২৬ জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বিকেলে উপজেলার রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিল বের হলে অতর্কিত হামলা করে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা। বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ যুবদল ও মহিলা দলের নেতারা। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের বরাতে বলা হয়, বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫-২০ জনের একদল দূর্বৃত্ত লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। ওইসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি চাঁদপুরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার।
সুতরাং, গত জুনে চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাকে সাম্প্রতিক সময়ে ফতুল্লায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Spiritual Journey – Facebook Post
- Janakantha – চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০