সম্প্রতি, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ আফগানিস্তানের বিপক্ষে হারের মাধ্যমে এবারের আসর থেকে ছিটকে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। এর প্রেক্ষিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফেরার সময় একদল ক্রিকেটপ্রেমী তাদেরকে মারতে যান এবং ঘটনাটিকে সমর্থন জানিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল একটি লাইভ করেছেন।
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ আফগানিস্তানের বিপক্ষে হারের পর দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেটপ্রেমীদের হেনস্তার শিকার হয়নি এছাড়াও এ আলোচিত দাবিকে সমর্থন জানিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলও ইন্টারনেটে কোনো লাইভ করেননি। বরং, গ্লেন ম্যাক্সওয়েলের পুরোনো ভিন্ন ঘটনার একটি ভিডিওর কিছু অংশের সাথে বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকটি ছবি যুক্ত করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে ভিডিওটির শুরুতে গ্লেন ম্যাক্সওয়েলকে, ‘স্বাগত সবাইকে, আমি ম্যাক্সওয়েল। আমার সাথে ফেসবুকে যুক্ত হন।’ শীর্ষক কথা বলতে শোনা যায়। পরবর্তীতে ভিডিওটির উপস্থাপক ‘সেমিফাইনালে স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা বিশ বছরের মধ্যে সব চেয়ে বাজে খেলা খেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের শেষ ম্যাচে বাংলাদেশের এমন হারটা মেনে নিতে পারছেন না ভক্তরা। কেননা এটা বাংলাদেশের জেতা ম্যাচ ছিল। অপরদিকে জেতা ম্যাচ বাংলাদেশ হেরে যাওয়াটাই অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গিয়েছে। যার কারণে অস্ট্রেলিয়া টাইগারদের উপরে ক্ষিপ্ত হয়েছিল। এদিকে ক্রিকেটাররা দেশে ফেরার সাথে সাথেই তাদেরকে মারতে চলে যান একদল ক্রিকেট প্রেমী ভক্তরা। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।’ শীর্ষক দাবি করতে শোনা যায়। পরবর্তীতে তিনি আরও দাবি করেন, সাকিব, শান্তদের সাথে ভক্তদের এমন আচরণ দেখে লাইভে এসে ম্যাক্সওয়েল বলেন, ‘ওদেরকে উচিত শিক্ষা দিয়েছে। এটা ওদের প্রাপ্য ছিল। কেননা তারা ম্যাচ জেতার চিন্তা নিয়ে মাঠে নামে না; তারা দূর্নীতিবাজ। চোর বাটপারদের কঠিন শিক্ষা দিয়েছে অনেক খুশি হয়েছি।’ শীর্ষক কথাগুলো বলেছেন।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে ভিডিওটির শুরুতে দেখানো অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের ক্লিপটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৩ সালের ৯ মে Join me on Facebook LIVE শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর শুরুতে দেখানো গ্লেন ম্যাক্সওয়েলের ক্লিপের সাথে উক্ত ক্লিপের শুরুর অংশের হুবহু মিল রয়েছে। দুটো ভিডিওতেই তাকে একই স্থানে একই পোশাকে কথা বলতে দেখা যায়।
পাশাপাশি ভিডিও এবং ক্যাপশন পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ২০২৩ সালের আইপিএলের আসরের ১০ মে তে অনুষ্ঠিত চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি তিনি তার ভক্তদের সাথে একত্রে অনলাইনে দেখবেন এবং সেসময় তিনি Catch Max community-এর ডিসকর্ড প্ল্যাটফর্মে তার ভক্তদের সাথে সরাসরি চ্যাটও করবেন জানিয়ে উক্ত ভিডিওটি তার ফেসবুক পেজে প্রচার করেন।
পরবর্তীতে গ্লেন ম্যাক্সওয়েল বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে এমন মন্তব্য করেছে কিনা বা সমর্থকরা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের উপর হামলা করেছিল কিনা তা জানতে একাধিক প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, গত ২৫ জুন ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনে আর্নোস ভ্যাল স্টেডিয়াম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানের টার্গেট দেয় আফগানিস্তান দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ দলকে ৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। যার ফলে গ্রুপ ১ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ও নিশ্চিত হয়ে যায়। নির্দিষ্ট ওভারের পর বাংলাদেশ ম্যাচটি জিতলে অস্ট্রেলিয়ার সেমি ফাইনাল নিশ্চিত হতো। উক্ত ম্যাচের মাধ্যমে এবারের টি-টোয়েন্টি আসরে শেষ হয় বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা। এর প্রেক্ষিতে সম্প্রতি, দেশে ফেরার পর একদল ক্রিকেটপ্রেমী খেলোয়াড়দের উপর হামলা করে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যার সমর্থন জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ওপর ক্ষীপ্ত গ্লেন ম্যাক্সওয়েল লাইভ করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে, আইপিএল সংক্রান্ত গ্লেন ম্যাক্সওয়েলের পুরোনো একটি ভিডিওর কিছু অংশের সাথে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের কয়েকটি ছবি যুক্ত করে একটি ভিডিও তৈরি করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
সুতরাং, ভক্ত-সমর্থকদের কর্তৃক বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের মারতে যাওয়া দেখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল লাইভ করেছেন শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Glenn Maxwell Facebook Page: Join me on Facebook LIVE
- Rumor Scanner’s Own Analysis
হালনাগাদ/ Update
০৭ জুলাই, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে ইউটিউবেও একই দাবি সম্বলিত ভিডিও আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত ভিডিওকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।