সম্প্রতি, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রচার করা হচ্ছে। ইংরেজি ভাষায় প্রচারিত উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়, “বাংলাদেশে হিন্দুরা হামলার শিকার হচ্ছেন। মা দুর্গা আমাদের ভাই-বোনদের ইসলামী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার শক্তি দান করুন। আমরা ভিডিওগুলি পোস্ট করছি যাতে হিন্দুরা বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে পারেন।”
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি হিন্দুদের ওপর হামলার কোনো ঘটনার নয় বরং এটি চট্টগ্রামে হাজারী গলিতে হিন্দু সম্প্রদায় কর্তৃক মো. ওসমান নামের এক ব্যক্তির দোকানে ভাঙচুর ও হামলার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চট্টগ্রামের স্থানীয় গণমাধ্যম ‘চট্টগ্রাম ট্রিবিউন’ এর ইউটিউব চ্যানেলে ‘ইস্কন নিয়ে মাহমুদুর রহমানের বক্তব্য শেয়ার: চট্টগ্রাম হাজারি গলিতে এক মুসলিম ব্যবসায়ীর দোকানে ভাঙচুর’’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, চট্টগ্রামের হাজারী গলিতে এক মুসলিম ব্যবসায়ীর দোকানে ভাঙচুরের ভিডিও এটি।
পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামে হাজারী গলিতে মো. ওসমান নামের এক দোকানদার ফেসবুকে ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করায় গত ০৫ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার দোকানে হামলা চালায়।
Read More: যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর ট্রাম্প বা মোদী বাংলাদেশকে নিয়ে কোনো টুইট করেননি
এছাড়া একই ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি, ইনডিপেনডেন্ট টিভি ও যমুনা টিভির ইউটিউব চ্যানেলে উক্ত ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির অনুরূপ ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, উপরিউক্ত বিষয়গুলো থেকে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওটি হিন্দুদের ওপর হামলার কোনো ঘটনার নয়।
সুতরাং, চট্টগ্রামে হাজারী গলিতে হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলিম ব্যক্তির দোকানে ভাঙচুর ও হামলার ভিডিওকে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Chattogram Tribune: ইস্কন নিয়ে মাহমুদুর রহমানের বক্তব্য শেয়ার: চট্টগ্রাম হাজারি গলিতে এক মুসলিম ব্যবসায়ীর দোকানে ভাঙচুর
- Prothom Alo: চট্টগ্রামে ফেসবুক পোস্টকে ঘিরে সংঘর্ষ, ফাঁকা গুলি, সাত পুলিশ সদস্য আহত
- Rumor Scanner’s Own Analysis